এইচটিএমএল৫, আজাক্স ও সিএসএস৩ ওয়েব ডিজাইনে এনেছে ব্যবহার বান্ধব ও গতিময়তা। আর এর অনেক কিছুরই অনুপস্থিতি দেখা গেছে ব্লগস্পট ব্লগের নিজস্ব টেমপ্লেটে। অনেকে অবশ্য অনেক আগে থেকেই ব্লগস্পট ব্লগে জে-কোয়েরীর ব্যবহার ও স্লাইড শো এবং ফ্লাসের ব্যবহার করে আসছে। গুগল নিজে থেকে কয়েকটি থিম বানানোর কাজ করে যাচ্ছে। আর কিছু দিনের মধ্যেই সেই টেমপ্লেটগুলো রিলিজ দিবে এটা জানিয়েছে গুগলের নিজস্ব ব্লগ।
ছবিঃ ফ্লিপ কার্ডের মাধ্যমে একটি ছবি ব্লগের পোষ্ট দেখা
কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পাবেন এই টেমপ্লেটগুলোতেঃ
১. আনলিমিটেড স্ক্রলিং
Read More এ ক্লিক করে পরের পাতায় যাওয়ার ঝামেলা থাকবে না। সয়ংক্রিয়ভাবে পরবর্তি পোষ্টগুলো দেখতে পাবেন। স্ক্রোল করে যাবেন এবং পরের পোষ্ট লোড হবে।
২. নতুন ধারার লেআউটঃ
এক এক ধরনের ব্লগে এক এক রকমের লে-আউট ব্যবহার করা যাবে।
৩. দ্রুত গতিতে লোডঃ
ছবিগুলো একসাথে লোড না হওয়ায়, খুবই দ্রুত লোড হবে এই টেমপ্লেট। স্ক্রলিং এর সাথে সাথে ছবিগুলো লোড হবে।
৪. ইন্টারেকটিভঃ
ব্লগের কনটেন্টগুলো দেখার সময়ও সহজে দেখা যাবে পোষ্টটি। সাইটের সব কিছু নতুন করে লোড করতে হবে না।
আপাততঃ দুই মিনিটের ভিডিওতে দেখে নেই কি কি সুবিধা আসছে নতুন ডিজাইনে
ডেমোঃ
পাঁচ ধরনের নতুন বৈশিষ্ট্য দেখতে পাবেন। আপনার ব্লগস্পট ব্লগে টেমপ্লেটগুলো কেমন হবে তা দেখতে আপনারব্লগ.blogspot.com/view তে গিয়ে দেখতে পাবেন নতুন এ বৈশিষ্ট্য । নিচের লিংকগুলোতে ক্লিক করে আলাদা ভাবে ডেমো দেখতে পাবেন।
নতুন এ ডিজাইন ব্লগস্পটের জনপ্রিয়তা আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন? আপনাদের মতামত দিন।
ওরে ভাই, এতো পরিবর্তন একসাথে। 😀 …. অনেক চিন্তায় ছিলাম ব্লগস্পটে ব্লগিং করা নিয়ে। প্রথম থেকেই এটাতেই অভ্যাস্ত তাই ছাড়তে পারছিলাম না। বিশেষ করে কমেন্ট সিস্টেমটা এখনও খারাপ অবস্থায় আছে। এতো কিছু যখন পরিবর্তন এর জোয়াড় এসেছে ব্লগস্পটে, তখন এই বছরেই আশা করা যায় কমেন্ট সিস্টেম এর উন্নতি আসবে।
ধন্যযোগ্য তথ্যবহুল পোস্টের জন্য। 😀
দেখা যাক, ভালো তো হওয়া উচিত।
হুম খারাপ না পোস্ট টা ভাল তো:lol:
চলুক সমান তালে।
:lol:খুবই ভাল মানের পোস্ট। :roll:এ রকম পোস্টোর জন্য ধন্যবাদ।