আমরা সভ্য সমাজে বাস করি। আমাদের আচার ব্যবহার, খাদ্যাভ্যাস ইত্যাদি সকল কিছুই সভ্য সমাজের। কিন্তু আমাদের জানার বাইরেও একটি সমাজ রয়েছে যেটির ধ্যান ধারণা কিংবা বেঁচে থাকার অভ্যাস ঠিক সভ্য সমাজের মত নয়। এদেরকে আমরা বলি আদিম, বর্বর। এদের সম্পর্কে জানতে আমরা উদগ্রীব থাকি, নানা তথ্য পেলে শিহরিত হয়ে উঠি।

tribe2

 

 

 

 

 

 

 

 

 

 

ব্রাজিলিয়ান ফটোগ্রাফার রিকার্ডো স্টাকার্ট হেলিকপ্টার থেকে এমনই আদিম কিছু মানুষের ছবি তুলেছেন। ব্রাজিল-পেরু সীমান্তের কাছাকাছি এই আদিম মানুষেরা এখনো ভালোমত বস্ত্র পরিধান করতে জানে না, শিকারের জন্য তারা এখনো তীর ধনুকের ব্যবহার করে থাকে।

রিকার্ডো বলেন, “আমার কাছে ছবি তোলার সময় মনে হচ্ছিল আমি যেন গত শতাব্দীর একজন চিত্রকর, তুলির আঁচড়ে যে ফুটিয়ে তুলছে এক রহস্য। বেশি কাছে যেতে পারি নি তাদের কিন্তু ক্যামেরায় ফুটিয়ে তুলতে চেয়েছি যতটা সম্ভব।”

রিকার্ডো তার ক্যামেরায় কেমন ছবি তুললেন তা দেখে নিন এক নজরেঃ
tribe3-0 tribe4 tribe5-0-1 tribe7-1 tribe8-1-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্রঃ Independent.co.uk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here