কেমন আছেন সবাই। আশা করি ভাল। আপনি ইন্টারনেট ব্যবহার করেন অথচ স্পিড পাচ্ছেন না আশানুরুপ অথবা আপনার মেগাবাইট এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। চলুন সমাধান দিচ্ছি।
প্রথমে Compute (Windows 7/windows 8) এর উপরে রাইট বাটন ক্লিক করুন। Manage নামে অপশনে ক্লিক করুন।
এই রকম একটি উইন্ডো আসবে। এখান থেকে দাগ দেওয়া অংশ (Services and Application ) সিলেক্ট করুন।
নিচে (Services) নামে একটা অপশন আসবে। এখান থেকে Background tasks infrastructure সিলেক্ট করুন। নিচের চিত্রের মত।
নতুন আরেকটি উইন্ডো আসবে। এখানে Stop করেদিন । ব্যাস আপনার কাজ শেষ। আর লুকিয়ে লুকিয়ে আপনার মোগবাইট শেষ হবে না। আশা করি ভাল থাকবেন।