যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টারে রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে। এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা করছিল ফেসবুক।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বর্তমানে আফ্রিকার কেনিয়ায় আছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন,স্যাটেলাইটির নাম অ্যামোস-৬। এ ঘটনায় তিনি খুবই হতাশ।
তবে এই দুর্ঘটনা সত্ত্বেও নিজেদের লক্ষ্যে ফেসবুক অবিচল থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল বলে জানায় বিবিসি। ইসরাইলি প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সঙ্গে যৌথভাবে অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করা হচ্ছিল।
বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চলার সময় উৎক্ষেপণ যন্ত্রের রকেটগুলোয় আগুন ধরে যায়। এর বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দূরের ভবনগুলোও কেঁপে ওঠে। স্পেস এক্স নামের একটি প্রতিষ্ঠান এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিল। এ দুর্ঘটনায় তারা প্রায় এক হাজার ৬শ’কোটি টাকার ক্ষতির মুখে পড়ে।