বিসমিল্লাহির রহমানির রাহিম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই প্রযুক্তির যুগে বসবাস করছি এবং আমরা এও জানি প্রযুক্তি দিনে দিনে উন্নত থেকে আরো উন্নতর হয়ে চলেছে। মুলত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তির বিকাশ। প্রতি নিয়তই আবিস্কার হচ্ছে নতুন সব জিনিষ। আর এরই ধারাবাহিকতায় বর্তমানে তৈরী হয়েছে সুমাকার এমআই-৩ (Schumacher MI-3) ।
রেডিও কন্ট্রোল প্রযুক্তির এই খেলনা গাড়িটি ঘণ্টায় ২৫৯ কিলোমিটার বেগে ছুটতে পারে। আর এটিই সাম্প্রতি রেকর্ড করেছে বিশ্বের সবচেয়ে দ্রুততম খেলনা গাড়ি। খেলনা গাড়িটি তৈরী করেছে জেনারেশন কনসেপ্ট নামের একটি প্রতিষ্ঠান। আর গাড়িটি তৈরি হয়েছে আল্ট্রা লাইট কার্বন ফাইবার ব্যবহার করে। গাড়িটিতে রয়েছে ১১ হর্স পাওয়ারের ইলেকট্রিক মোটর, যা ১২ সেলের ব্যাটারিতে চলে।
গাড়িটির বাহিরের দিকটি অনেকটা রকেটের মতো। তবে অবশ্য ভেতরটা স্কেটবোর্ডের মতো। যার মধ্যে রয়েছে ব্যাটারি এবং অন্যান্য যন্ত্রাংশ। যদি আপনি এই অবিশ্বাস্য খেলনা গাড়িটি কিনতে চান তাহলে আপনাকে মাত্র £২৯৯.৯৯ গুনতে হবে। অবশ্য এর বাংলাদেশী মূল্য আমার জানা নেই। যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। খেলনা গাড়িটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন গাড়িটির অফিসিয়াল ওয়েব সাইট অথবা ফেসবুক পেইজ থেকে।
-মোঃ আব্দুর রহিম
৩১ হাজার টাকা? 😕
299.99 $(31000) আপনার কাছে মাত্র লাগে ????
এটা $(299.99) নয় £(299.99)
হুম আকাশে উড়তে পারলে পাখির সাথে পাল্লাদিতে পারবে