পৃথিবীর প্রতিটি দেশেই সেই দেশের জাতীয় পশু, জাতীয় মাছ, জাতীয় পাখি ইত্যাদি প্রাণী নির্বাচন করা আছে। আমাদের বাংলাদেশে যেমন আছে জাতীয় পশু – রয়েল ব্যাঙ্গল টাইগার, জাতীয় মাছ – ইলিশ, জাতীয় পাখি – দোয়েল, জাতীয় স্তন্যপায়ী প্রাণী – শুশুক। এই চারটি আলাদা-আলাদা ক্যাটাগরির জীবকে একসাথে বুঝানোর জন্য আমরা বলছি “জাতীয় প্রাণীসমূহ”। প্রতিটি পর্বে ১০টি দেশের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিবো, সেই ধারাবাহিকতায় আজ আরো ১০টি দেশের প্রাণীদের হাজির করেছি। আসুন পরিচিত হই তাদের সাথে
৬১। জাপান
-
- Green Pheasant (সবুজ ফিজনট পাখি)
- Koi (কার্ফ জাতীয় মাছ)

- Raccoon Dog (এক প্রকার ভালুক জাতীয় ছোট প্রাণী)

- লাল ঝুটি সারস (Red-crowned Crane)

৬২। জর্দান
- Oryx (বাংলা নাম জানা নেই)

৬৩। কেনিয়া
- চিতা (Cheetah)

- আফ্রিকান হাতি (African Elephant)

৬৪। Kiribati
- Magnificent Frigatebird (বাংলা নাম জানা নেই)

৬৫। উত্তর কোরিয়া
- কাল্পনিক ঘোড়া Chollima

৬৬। দক্ষিণ কোরিয়া
- বাঘ (Tiger)

৬৭। কুয়েত
- উট (Camel)

৬৮। Laos
- ভারতীয় হাতি (Indian Elephant)

৬৯। লাটভিয়া
- White Wagtail (একধরনের লেজদোলা পাখি)

৭০। Lesotho
- কালো গন্ডার (Black Rhinoceros)

বি.দ্র. : যে সমস্ত প্রাণীগুলির বাংলা নাম আমার জানা নাই, আপনারা কেউ জানলে শেয়ার করবেন দয়াকরে।
আরো দেখুন- বিভিন্ন দেশের জাতীয় প্রাণীসমূহ (১ম পর্ব) # (২য় পর্ব) # (৩য় পর্ব) # (৪র্থ পর্ব) # (৫ম পর্ব) # (৬ষ্ঠ পর্ব) #
জানার আছে অনেক কিছু। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এতকিছু শেখানোর জন্য।
আর হ্যা চালিয়ে যান।
[অফটপিকঃ আপনার ঝিঝি পোকা কেমন আছে? ট্যামপ্লেটটা পরিবর্তন করেছেন দেখছি….]
🙂
ধন্যবাদ আপনাকে।
ঝিঁঝি পোকায় কাজ চলছে। আশা করি কিছু দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এই মাসেই ঝিঁঝিঁ পোকা ডট কম হয়ে যাবে।
মরুভূমির জলদস্যু ভাই জানার কোন শেষ নাই। জানার আছে অনেক কিছু। আপনার পোষ্ট গুলা দেখেই উক্তিটি করলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভাইয়া কেমন আছেন?
পোস্ট টা দারুন হয়েছে 🙂
ধন্যবাদ, ভালো আছি। আশা করি আপনিও ভালোই আছেন।
বরাবরের মত চরম…………।
বিভিন্ন দেশের জাতীয় প্রাণীগুলি – ৭ম পর্ব : বিজ্ঞান ☼ প্রযুক্তি
annssnvrrmy
nnssnvrrmy http://www.g24745rvs3nor08jgqey93564v78l7szs.org/
[url=http://www.g24745rvs3nor08jgqey93564v78l7szs.org/]unnssnvrrmy[/url]
http://www.mjornviksholm.se/grafik/nike/nike-free-2.phpnike free 2
customise nike free runs
http://www.prhusbilar.com/images/personal/nike/how-to-clean-nike-free-run-3.phphow to clean nike free run 3
free nike
Raiders jerseys cheap top rate & fashion origional design for our kind customers with no tax.