এন্ড্রয়েডে আমরা অনেকেই নানা ধরণের ছবি, সিরিয়াল, কার্টুন ও নানা ধরণের ভিডিও দেখে থাকি। কোন ধরণের ভিডিও প্লেয়ারে দেখলে তা ভালোভাবে দেখা যাবে তা নিয়ে অনেক সময় আমরা চিন্তায় থাকি। প্লে স্টোরে এমন নানা ধরণের ভিডিও প্লেয়ার থাকে যা আমরা সহজেই ডাউনলোড করতে পারি। এমনই একটি ডাউনলোড প্লেয়ার হচ্ছে “কিউ কিউ প্লেয়ার” (QQ Player)
এটি অন্য সব ভিডিও প্লেয়ারের মতই তবে এর কিছু বিশেষ ফিচার রয়েছে যা অন্যদের কাছ থেকে একে করেছে অনন্য। এই প্লেয়ারে একটি প্রাইভেট লকার রয়েছে যার মধ্যে আপনি আপনার ব্যক্তিগত কোন ভিডিও লক করে রাখতে পারেন যা অন্যদের দেখাতে চান না।

কিউ কিউ প্লেয়ার যে কোন ভিডিও ফরম্যাটে চালানো সম্ভব, সাবটাইটেল সাপোর্ট করে এবং আরেকটি বিশেষত্ব হচ্ছে, এতে রয়েছে মাল্টিপল অডিও ট্র্যাক সুইচিং সিস্টেম।
সূত্রঃ getandroidstuff.com