সত্যিই কি পৌরাণিক দানব আছে মেকং নদীতে?

রহস্যের সবচেয়ে মজাটা কোথায় জানেন? যখন এটি কোন উত্তর পাওয়া যায় না। উত্তরটা জানা হয়ে গেলেই তো রহস্যের মজাটা ফুরিয়ে যায়। বিজ্ঞানের এরকম কিছু মজার রহস্য রয়েছে। এসব রহস্যের উত্তর বিজ্ঞানীরা যে দেবার চেষ্টা করেন নি, তা কিন্তু নয়। তবে এসব উত্তরের যৌক্তিকতা সম্পর্কে যে প্রমাণ লাগবে, তা বিজ্ঞানীরা দিতে পারেন নি। তাই রহস্যটা এখনো রহস্যই রয়ে গিয়েছে। এমনই একটি রহস্য হচ্ছে নাগা’র আগুন গোলক।

নাগা'র আগুন গোলক
নাগা’র আগুন গোলক

প্রতি বছর থাইল্যান্ডের মেকং নদী থেকে শত শত আগুনের গোলক ওপরে উঠে বিস্ফোরিত হতে দেখা যায়। স্থানীয়রা এই ঘটনার নাম দিয়েছেন “নাগা’র আগুন গোলক” এবং তারা বিশ্বাস করেন যে নাগা নামক একটি সরীসৃপ রয়েছে। এই সরীসৃপটি একটি পৌরাণিক প্রাণী। এই প্রাণীটির নিঃশ্বাসের সাথে এই আগুনের গোলক নির্গত হয়।

বিজ্ঞানীরা মনে করেন যে এই আগুনের গোলক মিথেন গ্যাসের ফলে সৃষ্টি। তবে মজার ব্যপার হচ্ছে, তারা নির্দিষ্ট কোন প্রমাণ দিতে পারেন নি তাদের যুক্তির সাপেক্ষে। যতদিন তারা এটি প্রমাণ করতে না পারছে, এটি বিজ্ঞানের একটি রহস্য হয়েই থাকছে।

সূত্রঃ কুলটেকলিস্ট ডটকম

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here