১৯২০ সাল পর্যন্ত আমাদের মনে এই ধারণা ছিল যে এই মিল্কিওয়ে গ্যালাক্সি পর্যন্তই মহাবিশ্বের প্রসারণ। জ্যোতির্বিদ হেবার ডি কার্টিস ও এডইউন হাবল তাদের পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন যে এই মহাবিশ্বে গ্যালাক্সি শুধুমাত্র আমাদেরটাই নেই, আরো অনেক রয়েছে। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এদের মাঝে মাত্র একটি।
মাল্টিপল ইউনিভার্স বা সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণা কেবলমাত্র একটি মুক্ত ধারণা। অনেক সময় এদেরকে বলা হচ্ছে প্যারালাল ইউনিভার্স বা অল্টারনেট ইউনিভার্স। ধারণা করা হয় যে, আমাদের এই মহাবিশ্বের মতই আরো একটি মহাবিশ্ব রয়েছে যেটি আমাদের জমজ। বিজ্ঞানীরা এটি নিয়ে অনেক তর্কে রয়েছেন যে এই ধারণাটি আসলেই সত্য কি না। কিন্তু আসল কথা হচ্ছে, যদি থেকেও থাকে, এটি নিয়ে গবেষণা বা জানার কোন উপায় নেই।
আমাদের চোখের সামনে একটি মাত্র মহাবিশ্বই রয়েছে, যেটিতে আমরা বসবাস করি। কিন্তু আমাদেরটি ছাড়াও যে আরো মহাবিশ্ব নেই তা বলা যাচ্ছে না। আবার থেকেও যদি থাকে, তা এতো জলদি জানা সম্ভব নয়। তাই এটি বিজ্ঞানের কাছে এখন পর্যন্ত একটি বড় প্রশ্ন হয়েই আছে।
সূত্রঃ boredpanda.com