পিসিটি যখন চালু করেন তখন কালো বা নীল যে স্ক্রীনটি চমকে উঠে সেটার নাম হল বায়োস মেনু। বায়োস এর পুর্ন অর্থ Basic Input Output System। ভার্চুয়ালি প্রতিটা পিসিতেই বিদ্যমান এটি, যার কাজ হল পিসির চিপগুলো বা বিভিন্ন হার্ডওয়ার যেমন হার্ড ডিস্ক ড্রাইভ সহ সকল পোর্ট থিক ভাবে কানেক্টেড কিনা বা কার্যক্ষম কিনা তা রিপর্ট করা বা নিশ্চিত করা। আমরা বায়োস মেনুকে পাশওয়ার্ড প্রটেক্টেড করে কিভাবে তা জানার চেষ্টা করবো।
যেভাবে সেট/পরিবর্তন করবেন বায়োসের মেনুর গোপন সংকেতঃ
বায়োস একটি পার্সোনাল কম্পিউটারের সকল লোকাল সেটিংস সংরক্ষন করে রাখে, এমনকি পাওয়ার অপশান বুট অপশান এবং মেমোরি অপশান। বায়োস মেনুর সাহায্যে আপনি পাশওয়ার্ড বা গোপন সংকেত স্থাপন বা পরিবর্তন করতে পারবেন। এডমিনিষ্ট্রেশান পাশওয়ার্ড সেট করার মাধ্যমে আপনি বিভিন্ন সুবিধা পেতে পারেন। যেমন পিসি এর অপ ব্যবহার রোধ বা বায়োস সেটিংস চেঞ্জ রোধে।
১. প্রথমে আপনার পিসি রিষ্টার্ট দিন।
২. F2 বা Del(একেক ব্যান্ডের জন্য একেকটা) কি চাপুন অপারেটিং সিষ্টেম লোড হবার আগে, এবং এটা আপনাকে বায়োস মেনুতে নিয়ে যাবে।
৩. এরো কি ব্যবহার করুন কি বোর্ড থেকে এবং সিকিউরিটি সেটিংস এ গিয়ে এন্টার মারুন।
৪. এডমিন পাশওয়ার্ড সেকশানে যান এবং এন্টার চাপুন
৫. এবার নতুন করে পাশওয়ার্ড সেট করতে হলে টাইপ করুন এবং এন্টার চেপে কাজ সমাধা করুন।
৬. Esc চেপে আগের মেনুতে মানে বায়োস মেনুতে ফিরে আসুন, এবং “Save and Exit” এর জন্য কি বোর্ড থেকে বাটন চেপে সংরক্ষন করে বেরিয়ে আসুন। সিষ্টেম রিষ্টার্ট নিবে আপনার সেটকৃত পাশওয়ার্ড সহ। এখন যে কেউ বায়োস মেনুতে ঢুকতে গেলে বা কোন সেটিংস পরিবর্তন করতে গেলেই পাশওয়ার্ড চাইবে।
৭. আর পাশওয়ার্ড মুছে ফেলতে চাইলে একই অপশানে গিয়ে ক্লিয়ার পাশওয়ার্ডে যেতে হবে।
গোপন সংকেত ভুলে গেলে যা করনীয়ঃ
বায়োস মেনু সেট করার পর দেখা গেল আপনি পাশওয়ার্ড ভুলে গিয়েছেন। কোন চিন্তা নেই নিচে পাশওয়ার্ড ভুলে গেলে করনীয় দেওয়া হল
অজানা পাশওয়ার্ড ভাঙ্গা বা ভুলে যাওয়া পাশওয়ার্ড ফিরে পাওয়াঃ
ধরুন আপনি বায়োসে প্রদত্ত পাশওয়ার্ড ভুলে গেছেন বা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ক্রয় করেছেন। এখন বায়োস সেটিংস চেঞ্জ করবেন, উপায় কি ???
কিছু সহজ উপায়েই আপনি ঘরে বসেই এটা করতে পারবেন।
১. প্রথমে পিসির পাওয়ার আন-প্লাগ বা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করুন
২. তারপর স্বযত্নে সিপিইউ এর কেসিং খুলুন
৩. ভিতরে খুব ভাল ভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে ভিতরে মাদার বোর্ডের মধ্যে একটা পাতলা সিলভার কালারের CmoS ব্যাটারি আছে।
সেখান থেকে সিমস ব্যাটারিটি খুলে আনুন, এবং ১৫-২৫ মিনিট এটাকে অন্যত্র রেখে দিন।
৪. এরপর আবার একই ভাবে সিমস ব্যাটারিটি আগের যায়গায় সেট করে দিন
৫. আশা করি আপনার বায়োসের পাশওয়ার্ড রিসেট হয়ে গেছে। যদি না হয় সেক্ষেত্রে এটাকে ২৪ ঘন্টা পর্যন্ত ও রাখাওতে হয় কোম্পানি ও কেইস ভেদে
আর যদি সিমোস খুলার পদ্ধতি কাজ নাকরে তাহলে আপনাকে আরো কিছু পদ্ধতি প্রয়োগ করতে হতে পারে। যেমন ম্যানুফ্যাকচার কোম্পানি প্রদত্ত মাষ্টার পাশওয়ার্ড।
কেমন লাগলো জানাতে ভুলবেননা, আর ভালো লাগলে শেয়ার করতে..
Laptop এ বায়োসের পাসওয়ার্ড ভূলে গেলে কি ভাবে রিসেট করবো।কারন লেপটপ তো আর সবাই খুলতে জানেনা।
কোন ব্র্যান্ডের ল্যাপ?
সেতা নিয়ে আগামিতে একটা পোশট দেওয়া যাবে
এই পোষ্টটা দেখেন
http://www.bigganprojukti.com/post-id/8046
লাকি ভাই কে অনেক ধন্যবাদ …… লাকি ভাই মনে হয় একটা জিনিষ মিস করে গেছেন, অনেক মাদারবোর্ড এ ব্যাটারি না খুলেও জাম্পার দিয়েও পাসওয়ার্ড রিসেট করা যায়।
যাই হোক, সুন্দর পোস্ট হয়েছে।
লাকি ভাই, “ভার্চুয়ালি প্রতিটা পিসিতেই বিদ্যমান এটি” কথাটার মানে বুঝলাম না …… BIOS তো ফিজিকাল থাকে ………
হুম
আমি এসব কিছুই বুঝি না, তাই দূরে থাকি।
😛
“রিয়াজুল হাশেম” জাম্পার দিয়ে কি ভাবে রিসেট করা যায়। একটু শেয়ার করবেন।
লাকি ভাইয়ের পোস্ট এর শেষ ছবিটা দেখেছেন ??? একটা জাম্পার দেখা যাচ্ছে ?? CLRTC নামের ?? দেখুন, মাত্র একটি পিনের সাথে জাম্পারটি লাগানো আছে… পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে জাম্পারটি দুটি পিনের সাথে লাগিয়ে দিন … আপনার BIOS পাসওয়ার্ড টি ক্লিয়ার হয়ে যাবে।
বিঃদ্রঃ ভুল জাম্পার নিয়ে কাজ করলে আপনার BIOS ক্লিয়ার হয়ে যাবার একটি সম্ভাবনা থাকতে পারে। তাই BIOS নিয়ে কাজ করার সময়, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন।
দুঃখিত, আমার মন্তব্যে একটু ভুল হয়েছে, CLRTC লেভেল দেয়া জাম্পার টি ব্যবহার না করে দেখুন, আপনার মাদারবোর্ড এ CLR, CLEAR, CLEAR CMOS, লেভেল দেয়া কোন জাম্পার আছে কি না , থাকলে তা ব্যবহার করুন। CLRTC ব্যবহার না করাই ভাল।
তবে জাম্পার বলেন আর সিমোস ব্যাটারী যাই বলেননা কেনো,
খুব সাবধানতা ও পাকা হাতে করতে হবে, নইলে অনাকাংখিত সমস্যা দেখা দিতে পারে
দেখুন এই পোষ্টে
http://www.bigganprojukti.com/post-id/8046
বায়োসের স্ক্রিনশট নিয়েছেন কীভাবে?
আসলে স্ক্রীণশট তো নেওয়া সম্ভব নয়,
ছবি তুলেই নেওয়া সম্ভব
তাই না?
খুব ভাল লাগলো
ধন্যবাদ
নিচের পোষ্টটাও পরে নিবেন
http://www.bigganprojukti.com/post-id/8046
আশা করি আরো ভালো লাগবে
http://www.bigganprojukti.com/post-id/8046
আপনি ঔষধ দিলেন। আমি খাব না । তা কি হয় ? আপনার ঔষদে আমি মরে গেলে মানে আমার কম্পিউটারের কিছু হলে মামলা ঠুকে দিব কিন্তু ।
আরে আমার ঔষধে কিছু হলে মামলা করার আগে ভেব দেখবেন, এমন মধুর বিষ কেউ দেয় কিনা 😉
thanks bhai apner tools gulu pore khub valo laglo.
asa kori aro onek kisu janthe parbo
bye
User হিসেবে logon করে Admin পাসওয়ার্ড বের করার কি কোন উপায় আছে??
Thank you very much. for your Trips. Allows I like technical knowledge. \
thank you again.
আপনার দুটি পোস্ট ই পডলাম…সত্যিই অসাধারণ । আমি বায়োস পাসওয়ার্ড আগে ব্যাবহার করতাম এখন আর করি না, একবার যেই ঝামেলায় পডছিলাম, তখন যদি এই পোস্ট পাওয়া যেত বেশ কাজে দিত, তবে ভবিষ্যতে আমার অন্ততপক্ষে এই পোস্ট বেশ কাজে দেবে । ধন্যবাদ
good