মাইক্রোল্যাব ব্র্যান্ডের পানি-ধূলো ও ঝাঁকুনি সহনশীল বহনযোগ্য আউটডোর স্পিকার দেশের বাজারে এনেছে প্রযুক্তি পণ্য-সেবা পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ব্লুটুথ ও ওয়্যারলেস প্রযুক্তি সমৃদ্ধ ডি-২১ মডেলের ঢোলক আকৃতির এই স্পিকারটি হাতে হাতেই বহন করা যায়। ইউএসবি পোর্টের মাধ্যমে রিচার্জ কার যায় এবং এই শক্তিতেই টানা চার ঘণ্টা চলে। পছন্দের গান শোনার পাশাপাশি এটি দিয়ে এফএম রেডিও শোনা যায়। ব্যবহার করা যায় ১৬ জিবি পর্যন্ত ধারণক্ষমতার মাইক্রোস এসডি কার্ড। নান্দনিক শৈলীর এই স্পিকারটির দাম দুই হাজার টাকা।