বিশ্বখ্যাত তাইওয়ানের ভিভিটেক ব্র্যান্ডের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন মডেলের আলট্রাপোর্টেবল প্রোজেক্টর কিউমিকিউ ৬।
অত্যাধুনিক কমপ্যাক্ট ডিজাইনের এই প্রোজেক্টরটির সহজে বহন যোগ্য।
ডিএলপি প্রযুক্তিতে তৈরি এই প্রোজেক্টরটির ব্রাইটনেস ৮০০ লুমেন্স এবং যার কনট্রাস্ট রেশিও ৩০,০০০:১। এছাড়াও এর রেজুলেশন ১২৮০ *৮০০ পিক্সেল যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনতে সক্ষম।
৪ জিবিবিল্ট-ইন মেমোরি সহ মাল্টিমিডিয়া কাজের সুবিধার্থে এতে আছে এইচডিএমআই/এমএইচএলভিজিএ পোর্ট এবং থ্রিডি রেডিভিয়া ডিএলপি লিঙ্ক এবং ২ ওয়াট স্পিকার।নতুন এই কিউমিকিউ ৬ প্রোজেক্টর টিরলাইট সোর্স লাইফ ৩০,০০০ ঘন্টা পর্যন্ত।
বিল্ট ইন ওয়াই-ফাই সুবিধা সহ প্রোজেক্টর টির বিশেষত্ব হচ্ছে এটিতে কম্পিউটার ছাড়াই পেনড্রাইভের মাধ্যমে ভিডিও-অডিও, অফিস ফাইল সমূহ প্রদর্শন করা যায়, যার মূল্য ৫৩,৯০০ টাকা।