সুদীর্ঘ ১০ বছর ধরে টিভি বিক্রয়ে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স, ২০১৬ সালের নতুন টিভি লাইনআপ বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। টিভির এই নতুন লাইনআপ স্যামসাং-এর চারটি ক্যাটাগরিতে পাওয়া যাবে, এগুলো হচ্ছে- এসইউএইচডি, ইউএইচডি, এফএইচডি এবং এইচডি।
গ্রাহকরা স্যামসাং অনুমোদিত স্টোরগুলো থেকে স্যামসাং টিভির এই নতুন লাইনআপগুলো পাবেন। স্যামসাং অনুমোদিত স্টোরগুলো হচ্ছে- ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগ্স, এফডিএল, এবং সিঙ্গার। বিস্তারিত জানতে কল নিকটস্থ স্যামসাং অনুমোদিত স্টোরগুলো ভিজিট করুন।