সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নকিয়া তাদের প্রথম এন্ড্রয়েড ফোনের ঘোষনা দিল। নকিয়া এক্স নামের এই ফোনটি বাজারে আসার গুজব শোনা যাচ্ছিলো অনেক দিন থেকেই, তবে মজার বিষয় হচ্ছে Nokia X এর পাশাপাশি X+ এবং XL নামেরও আরও দুটি ফোনের ঘোষনা দেয়া হয়েছে যেগুলো X মডেলটির পর পরই বাজারে আসবে বলে ধারনা করা হচ্ছে।

মোবাইলটি এন্ড্রয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেমে চললেও এটিকে পুরোপুরি এন্ড্রয়েড ফোন বলা যাবে না। প্লেস্টোর এবং এন্ড্রয়েডের আরও কিছু সাধারন বৈশিষ্ট নেই এই ফোনে। শুধুমাত্র নির্বাচিত এন্ড্রয়েড এপ্লিকেশগুলোই চলবে এতে এবং তা ডাউনলোড করতে হবে নকিয়ার স্টোর থেকে। একারনে অনেক এন্ড্রয়েড ভক্ত মনখুন্ন হয়েছেন যারা কিনা নকিয়ার এন্ড্রয়েড ফোনের জন্য অপেক্ষা করছিলেন।

তবে আশার বানি হচ্ছে এই ফোনটিতে রয়েছে ১ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ গিগা ইন্টারনাল স্টোরেজ এবং ৪ ইঞ্চি IPS ডিস্প্লে আর এটির দাম পড়বে ১০ হাজার টাকার মত। ফোনটি ক্রয়ক্ষমতার মধ্যে থাকা অন্যতম একটি স্মার্টফোন হয়ে উঠবে বলে আশা করছে নকিয়া আর আগামি মাসেই এটি বাজারে আসবে বলেও জানিয়েছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here