ধাপ ১– প্রথমে যে Folder টি কে যে Image এর আড়ালে লুকাতে চান তা একই Location (Directory) তে রাখুন।
ধাপ ২– যে Folder টি কে লুকাতে চান তা WinRar Software (প্রথমেই Install করে নিতে হবে) এর মাধ্যমে (Right click on the selected Folder / Add to archive) *.rar ফরমেট এ পরিবর্তন করুন।
ধাপ ৩– এবার Run (Win key + R key) তে যেয়ে টাইপ করুন cmd এবং এন্টার বোতাম চাপুন। তাহলে কমান্ড এর পর্দাটি খুলবে।
ধাপ ৪– “cd” Desktop (অথাৎ যে ডিরেক্টরিতে ফাইল রাখা আছে) টাইপ করে এন্টার বোতাম চাপুন। এবার নিচের কমান্ড টি টাইপ করুন – Command: copy /b *.jpg + *.rar *.jpg
ধাপ ৫– এবার নতুন ইমেজ ফাইলটির আড়ালের ফোল্ডারটিকে দেখতে ইমেজ কে Extract or Unrar (Right click on new Image / Extract to….. ) করে খুলুন।
বিঃদ্রঃ copy /b *.jpg (যে Image এর আড়ালে লুকাতে চান, এখানে gif, png নিয়ে ও কাজ করা যাবে ) + *.rar (যে Folder টি কে লুকাতে চান) (Space) *.jpg (নতুন যে নামে রাখতে চান বাReplace না করার জন্য )