ইউজারদের প্রোফাইল ফটোতে বিভিন্ন ধরণের প্রায় শতাধিক ফ্রেম যুক্ত করার এক সহজ উপায় বের করেছে ফেসবুক। ফ্রেমটি কোন খেলার দল, কোন মুহূর্ত বা কারণের সমর্থণে প্রোফাইল পিকচারে চাপিয়ে দেওয়া যাবে।
ফেসবুক খুব সহজভাবে একটি ফটো ফ্রেম লাইব্রেরির মাধ্যমে ব্যবহারকারীদের এসব ফ্রেম ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। ফ্রেমের ক্যাটাগরিতে প্রাথমিকভাবে বিভিন্ন খেলার লীগ, চলমান বিভিন্ন ইস্যুর সমর্থণ, যেমন: অস্ট্রেলিয়ায় বিবাহ সমতা, ওয়ার্ল্ড ওয়াউল্ড ফান্ড অন্তর্ভূক্ত আছে।