স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতে ফেসবুক এপর্যন্ত দুবার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই অকৃতকার্য। প্রথমবার তারা ব্যর্থ হয় “পোক” এর মাধ্যমে এবং পরেরবার ব্যর্থ হয় “স্লিংশট” দ্বারা। তবে ফেসবুক প্রতিপক্ষ হিসেবে মরিয়া, তার প্রমাণ এবার তারা আবার দিতে যাচ্ছে “ফ্ল্যাশ” এর মাধ্যমে।
ফেসবুক টিম এবার নিয়ে আসছে ফ্ল্যাশ নামক এই অ্যাপটি যার মূল লক্ষ্য হচ্ছে এমন একটি বাজার ধরা যেখানে ওয়াই ফাই অপ্রতুল এবং ইন্টারনেট সংযোগ খুব একটা পাওয়া যায় না। ফ্ল্যাশ ২৫ মেগাবাইটেরও কম একটি অ্যাপ এবং এটি স্ন্যাপচ্যাট ডাউনলোড করতে যত জায়গা নেয় তার এক তৃতীয়াংশ।
কিন্তু সামাজিক ওয়েবসাইট সম্পর্কে বিশেষজ্ঞরা অভিমত দিচ্ছেন যে ফেসবুক স্ন্যাপচ্যাটকে খুব সহজে বাজার থেকে হটাতে পারবে না। এর প্রধান কারণ হচ্ছে আমেরিকান টিন এজাররা এখন স্ন্যাপচ্যাটেই বেশি অভ্যস্ত এবং প্রতিদিন প্রায় ৬০ মিলিয়ন ব্যবহারকারীরা স্ন্যাপচ্যাট ব্যবহার করছেন।
ফেসবুক গত মঙ্গলবার ব্রাজিলে তাদের এই অ্যাপটি উদ্বোধন করেছে। তাদের ইচ্ছা আছে খুব শীঘ্রই অন্যান্য বাজার ধরার। ইন্দোনেশিয়া, ভারতের বাজারে ফেসবুক তাদের এই অ্যাপ নিয়ে বেশি আশাবাদী।

সূত্রঃ Valuewalk.com