সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক রীতিমত এক ঝড় তুলে দিয়েছে। নিত্য নতুন সুবিধার মাধ্যমে তারা এর ব্যবহারকারীদের দিচ্ছে নানা ধরণের সুবিধা। গত দু’মাস ধরে কেবলমাত্র আইফোনের ব্যবহারকারীরাই ফেসবুক ইভেন্ট নামক অ্যাপটির সুবিধা নিতে পারতেন। আনন্দের কথা হচ্ছে এন্ড্রয়েড ব্যবহারকারীরাও এবার তাদের ফোনে এই সুবিধাটি উপভোগ করতে পারবেন।
ফেসবুক কর্তৃপক্ষ গুগল প্লে স্টোরে খুব শীঘ্রই এই অ্যাপটি ছাড়ার চিন্তাভাবনা করছে। আইওএস ভার্সনের কার্বন কপিই এন্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন বলে জানিয়েছেন তারা।
এটি মূলত এক ধরণের ক্যালেন্ডার যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সব দিন তারিখ, কারো সাথে মিটিং কিংবা আপনার দৈনন্দিন কাজের শিডিউল জমা করে রাখতে পারবেন। এর ফলে কোন তারিখ ভুল করে আপনার মূল্যবান দিনটি নষ্ট করার কোন সুযোগ থাকবে না বলেই ফেসবুক কর্তৃপক্ষের বিশ্বাস।
সূত্রঃ greenbot.com