ফেসবুকের ৯০%ইউজাররা এটা জানেনা ।আপনার পাসওয়ার্ডজানলেও কেউ লগ ইনকরতে পারবেনা ।
১. ফেসবুকে লগ ইন করুন।
২. Settings & Privacy এ যান।
৩. Security এ যান।
৪. Login Approvals On
এর ডানপাশে Enable এ ক্লিক
করুন।
৫. খালি বক্সে আপনার ফোন
নাম্বার দিন। Ex. 186015…….
(0 দেয়া লাগবে না) ফোন
নাম্বার
কাজ
না হলে পাসওয়ার্ড দিন।
৬. আপনার ফোনে একটা ছয়
ডিজিটের কোড যাবে ।
৭.বক্সে কোডটি সাবমিট
করুন ।
*** এখন থেকে অন্যকোন
মোবাইল
বা পিসি দিয়ে আপনার
ফেসবুকে লগ ইন
করলে আপনার ফোনে কোড
আসবে ।
তাই আপনার
পাসওয়ার্ড
জানলেও কেউ
আপনার আইডি লগ ইন
করতে পারবে না ।