১০ জুন শুক্রবার থেকে, ফেসবুকের সকল ব্যবহারকারীর জন্য ভিডিও কমেন্ট সুবিধা চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
এ বছরের শুরুতে ভিডিও কমেন্ট সেবাটি পরীক্ষামূলকভাবে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছিল। এবার সকল ফেসবুক ব্যবহারকারীর জন্য তা চালু করা হয়েছে।
ফলে ফেসবুকে টাইপ করে কমেন্ট লেখা কিংবা ছবি, ইমোজি, স্টিকার দিয়ে কমেন্ট করা ছাড়াও ভিডিও কমেন্টের দারুন সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ ফেসবুকের কমেন্ট বক্সে এখন থেকে ভিডিও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা।
ফেসবুকে কোনো পোস্টে কমেন্ট করতে গেলে কমেন্ট বক্সে একটি ক্যামেরা আইকন দেখাবে। এতে ক্লিক করে ছবি বা ভিডিও আপলোড করা যাবে।
ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিওর মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ অনেক সহজতর হয়। তাই সামনের দিনগুলোতে তারা ভিডিও কনটেন্ট নিয়ে আরো কাজ করতে চায়।
বাজার বিশ্লেষকদের মতে, ফেসবুকে ভিডিও কনটেন্ট জনপ্রিয় হলে সেটা ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং সাইটগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ফেসবুক ইতিমধ্যে ভিডিও কলিং, ভিডিও স্ট্রিমিং সেবা চালু করে স্কাইপি, পেরিস্কোপ এর মতো অন্যান্য জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোকে তীব্র প্রতিদ্বন্দ্বীতায় ফেলেছে।