৭০০ মিলিয়নের (প্রায়) সামাজিক যোগাযোগ সাইট এ একজন ব্যাক্তির বিভিন্ন ব্যাক্তিগত তথ্যাদি থাকে। এবং এরই বিভিন্ন সেটিংস ঠিক ঠাক করে নেন অনেক ফেসবুক ইউজার। এদের মধ্যে অনেকেই আছে যে তাদের প্রোফাইলে শেয়ারকৃত তথ্য যাতে সার্চ ইঞ্জিনে যাতে চলে না যায়। এবেপারে একটি ভ্রান্ত ধারনা চলমান আছে অনেকেরই কাছে যে,
* ফেসবুক তার ব্যবহারকারীকে তার নিয়ন্ত্রন ক্ষমতা দেয়না গুগল অথবা অন্য সার্চ ইঞ্জিনে তথ্য প্রদান থেকে বাচতে
ফেসবুক এই মিথের জবাবে ফেসবুক ও প্রাইভেসি পেইজে জবাব দিয়েছে যে,
একজন ইউজার চাইলেই তার প্রোফাইলকে পাবলিক সার্চ এর নিয়ন্ত্রন করতে পারবেন।
তাই আপনিও যদি চান যে কেউ আপনাকে ফেসবুক প্রোফাইলে খুজে না পাক সার্চ ইঞ্জিন থেকে সেটা হতে পারে গুগল কিংবা বিং কিংবা অন্য কিছুর মাধ্যমে অথবা নিয়ন্ত্রন করতে চান আপনার সেটিংস তাহলে নিচে চোখ বুলান।
পাবলিক সার্চ উন্মোচন কিংবা বন্ধ করাঃ
০১. আপনার প্রোফাইল এর drop-down মেনু থেকে Privacy Settings এ ক্লিক করুন
০২. সম্পাদনা করুন আপনার সেটিংস Apps and Websites থেকে
০৩. একেবারে নিচের দিকে public search এর ডানে Edit Settings বক্স এ প্রবেশ করুন
০৪. এখন আপনি এনাবল এ টিক চিহ্ন দিয়ে বা উঠিয়ে পাবলিক সার্চ নিয়ন্ত্রন করতে পারবেন, যেমন এই প্রোফাইলে পাবলিক সার্চ অফ করা আছে অর্থাৎ টিক চিহ্ন উঠানো আছে।
যে কেউ পাবলিক সার্চ বন্ধ করে রাখতে পারবেন এই পদ্ধতিতে। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে কেন প্রয়োজন এই পাবলিক সার্চ অপশান এনাবল ডিজেবলের?? কারন একটা তো আছেই। দেখা গেছে এনাবল থাকলে আপনার পরিচিত কেউ খুজে পেতে পারে। আবার অনেকেই আপনার প্রোফাইলের তথ্যের অপব্যবহার কতে পারে।
তাই স্বিদ্ধান্ত আপনার আপনি কি করবেন ??
ইচ্ছে করলে ফেসবুকে শেয়ার করে দিতেপারেন যাতে করে উপকৃত হতেপারে আপনারই কোন বন্ধু 🙂
দারুন তথ্য।
শেয়ার করার জন্য ধন্যপ্লাস।:-)
হুম বেপারটি জানতাম। আমার ডিজএ্যাবল করা আছে।
শেয়ার করার জন্য ধন্যযোগ। 🙂
বন্ধুর সাথে মজা: http://facebook.com/profile.php?=73322363 এই লিংকটি দিয়ে আপনি যদি কিছু লিখেন, ফেইসবুকে লগইন অবস্থায় এটি যেই দেখবে সে এটি তার প্রোপইলের আইডি হিসেবে দেখবে । শিউর হওয়ার জন্য আপনি চাইলে আপনার ফেইসবুকে লগইন থাকা অবস্থায় ব্রাউজারে ট্রাই করতে পারেন, এটি আপনাকে আপনার প্রোপাইল পেইজেই নিয়ে যাবে ।
ধন্যবাদ
বেশ মজার টিপস। ধন্যবাদ।