সামাজিক যোগাযোগ এর অন্যতম সাইট ফেইসবুকে প্রতিনিয়ত চলছে বিভিন্ন ধরনের আক্রমন। স্ক্যাম থেকে শুরু করে ভাইরাস সব কিছুই ছড়াচ্ছে এর নামে। উদ্দেশ্য একটাই, ব্যক্তিগত ভাবে আপনাকে অর্থাৎ আপনার প্রোফাইল কিংবা আপনার প্রিয় পিসিটিকে আক্রান্ত করা। আর সেই অপচেষ্টা চলছে প্রতিনিয়ত নিত্যুনতুনভাবে।
যেমন বেশ কিছু দিন আগে জানিয়েছিলাম ফেসবুকের চ্যাট ভাইরাস সম্বন্দে যা আশ্রয় নিয়েছিলো ফটোশপের ছায়ার তলে যাকে ডিটেক্ট করা হয়েছিলো চ্যাট ভাইরাস হিসেবে । এখন আরেকটু পিছনের পদ্ধতি অর্থাৎ ইমেইলের মাধ্যমে আরেকটি অপচেষ্টা চলছে। আপনি একটু সতর্কভাবে খেয়াল করে দেখলে আপনার প্রিয়ো ও প্রয়োজনীয় মেইল বক্সে দেখে থাকবেন একটি ম্যাসেজ এসেছে যা কিনা অনেকটা এমন
Dear user of FaceBook.
Your password is not safe!
To secure your account the password has been changed automatically.
Attached document contains a new password to your account and detailed information about new security measures.
Thank you for attention,
Administration of Facebook.
এখানে বলা হয়েছে আপনার ফেসবুক পাশওয়ার্ড অনিরাপদ :P।
ফেসবুক অটোমেটিকালি পরিবর্তন করেছে :P।
সাথে একটা সংযুক্তি আছে যাতে আপনার নতুন পাশওয়ার্ড আছে :P।
এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন ও কয়েকটা জিনিসের উত্তর দিন
১. ফেসবুক কেন আপনাকে পার্সোনাল ম্যাসেজ করবে?
২. কেন আপনার পাশওয়ার্ড চেঞ্জ করবে??
৩. Facebook নাকি FaceBook??
৪. ফেসবুক আপনাকে এতাচমেন্ত পাথাবে কেন??
৫. এবং ফেসবুক যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করেই থাকে তাহলে তারা আপনার ইউজার নেম উল্লেখ করলো না কেন??
৬. সাব্জেকটা কেমন যেন খটকা লাগার মত নয়?? Facebook. Your password has been changed!!
পোষ্ট মর্টেমঃ
১. message@facebook.com থেকে ম্যাসেজ এসেছে
২. এটা একটি ম্যালওয়ার *
৩. আপনি এটাচ মেন্ট ডাউনলোড করা মানেই আপনি ফাদে পড়তে যাচ্ছেন।
৪. ম্যালওয়ারটি সম্বন্দে আরো জানতে পারেন এখানে
আপনার করনীয়ঃ
১. সর্ব প্রথম আপনার ফেসবুক লগ ইন করুন, ব্যাস সব ক্লিয়ার হয়ে গেলেন
২. কখনো এসব এড্রেস থেকে মেইল পেলে নিশ্চিত না হয়ে কিছু করতে যাবেননা password@facebook.com, support@facebook.com or message@facebook.com
৩. সব সময় সতর্ক থাকুন। নচেত আপনার সামান্য অসতর্কতাই ঘটাতে পারে অনেক তথ্যের অপব্যবহার।
* ম্যালওয়ারঃ এমন এক ধরনের বিদ্বেষপূর্ন সফটওয়ার যা তৈরীর অন্যতম উদ্দেশ্য হল ক্ষতিসাধন অথবা গোপনভাবে আপনার পিসিতে প্রবেশাধিকার নিশ্চিতকরন তাও ব্যবহারকারীর অজান্তেই। ম্যালয়ারকি তা জানতে ঢু মারতে পারেন উইকিপিডিয়ায়
কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু।
হুম !!! Facebook. Your password has been changed!! 😛
হুম 😛
:cry:ভাই সবাই :evil:হ্যাক:twisted: করবার চায় কেন? হেগো মইদ্দৈ কি ভালা কোনো মানুষ নাই?:-(:-(
হ্যাকার মানে সবাই খারাপ এটা ভুল কথা
যদি তাই হত তাহলে কিন্তু কেউ অনলাইনে নিরাপদ থাকতে পারতোনা
খাটি কথা 🙂
🙂
সচেতন মূলক পোস্ট অনেক ধন্যবাদ লাকি ভাই…….
আপনাকেও ধন্যবাদ
খুবেই ভালো হয়েছে। সতর্ক করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
আউয়াল ভাইকেও ধন্যবাদ
Horrible / হরি বোল
Horrible: ভয়ঙ্কর
হরি বোলঃ হরি নাম বলা ( জানা মতে, হিন্দু ধর্মানুসারী কেউ মারা গেলে হরি নাম বলা হয় )
বুঝলামনা 🙁
অনেকবার চেষ্টা করেও ফেসবুকে শেয়ার করতে পারলাম না।