আপনার শখের ফেইসবুক আইডিটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কি করবেন? যে হ্যাক করেছে তাকে গালাগাল করবেন নাকি বন্ধুদের অনুরোধ করবেন আপনার আইডিটি রিপোর্ট করে ব্লক করে দিতে? আগে হয়ত এই কাজই করতেন কিন্তু এখন আর না। কারন “এখন কি আর সেই দিন আছে, দিন বদলাইছে না”। এখন হ্যাক হওয়া ফেসবুক আইডিও উদ্ধার করা যায়।
কিভাবে? বলব, কিন্তু তার আগে জেনে নিন কি কি উপায়ে আপনার আইডি হ্যাক হতে পারেঃ
১) পাসওয়ার্ড পরিবর্তন করে ও
২) ইমেইল এড্রেস পরিবর্তন করে।
পাসওয়ার্ড পরিবর্তন করা হলে যা করবেনঃ
ধরুন কেউ একজন আপনার অগোচরে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড জেনে গিয়েছে এবং আপনার একাউন্টে লগইন করে আপনার পুরাতন পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করে দিয়েছে। এখন আপনি আর পুরাতন পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করতে পারবেন না। এই সমস্যার সমাধানের জন্য নিচের লিংকে যান
http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed
এরপর পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
ইমেইল এড্রেস পরিবর্তন করা হলে যা করবেনঃ
এবার মনে করুন আপনি আগের চেয়েও উন্নত মানের একজন হ্যাকারের হাতে পরেছেন যে শুধু আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেই শান্ত হয়নি পরিবর্তন করে ফেলেছে আপনার ইমেইল এড্রেসও। এক্ষেত্রেও আছে সমাধান। আর এই জন্য যেতে হবে নিচের লিংকে
http://www.facebook.com/hacked/
আশা করি আপনি আপনার হ্যাক হওয়া আইডি ফেরত পাবেন। আর আপনাদের কারও যদি এই দুই পদ্ধতির চেয়েও ভাল কোন পদ্ধতি জানা থাকে, তাহলে জানাবেন প্লিজ।
খুব সুন্দর পোস্ট। থাঙ্কস
well come.
কাজে আসবে সময়মত ধন্যবাদ শেয়ার করার জন্য।
@সাদি, কিন্তু আমি আপনাকে ফ্রেন্ডলি বলছি, এমন হ্যাক ও আছে যেটা জানলে ঐ আইডি আপনি না পারবেন রাখতে না পারবেন ফেলতে 😛
ঠিক কথা বলছো @লাকি এফএম
still i dont know about those hack but i ll try my lvl best. thanks 4 ur comment & 4 ur information.
এই ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে আমার জীবনের অনেক মূল্যবান মানুষদের হারাতে বসেছি। জানিনা তাদের আর ফিরে পাবো কি না। একাউন্ট পেয়েছি বাট, সেই মানুষগুলো …….. ? :'(
এতে তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগানো দরকার ছিলো যাই হোক
কিছু হয়ে যাবার পরে আর বুদ্ধি কাজে লাগায় লাভ নাই। 🙁
Vai jaan apnito sudo link gulo dilen poroborti nisdesona ta dile khusi hobo!amar fb id login hocce na
Vai amar facebook id r email id duitari password change koira felse. security question o change koira felse.kivabe id uddhar korbo plz help me.
ভাই, আমার একটা আইডি লগইন করলে ট্যাগ করা ছবি ভেরিফাই করতে বলে।এখন সেটা খুলব কিভাবে
আমার এক ফ্রেন্ড এর Facebook I.D এর password and Email I.D এর password ভূলে গেছে, ও শুধু ওর mobile থেকে চালাতে পারে. এখন কি কোন ভাবে password পিরে পাওয়া যাবে ?
ভাই ঠিক বলছো আমারটাও ঐ রকম হ্যক হইছে আজ রাতে আইডিটা কি ফিরিয়ে আনার কোন উপায় নাই !
ভাই আমার আইডি তে ঢুক্তে পারতেছিনা কারন আমার login approval code চালু আছে।
আমি having trouble-এ গিয়ে send me a text message দিলে আমার নাম্বারে কোন message আসে না।
আমি অঅন্য ভাবে চেষ্টা ক রেরেছি
যেমন forgot password .http//m.facebook.com/hacked-এ গিয়ে চেষ্টা করেছি হয়না কারন login aproval code চালু বারবার কোড চায় কিন্তু কোড তো আমার নাম্বারে আসেনা।
আমি এখন খুব বিপদে আছি
আমাকে এক্টু হেল্প করবেন প্লীজ।
আমার আইডিরও এক ঈ কাহিনি।aproval code মোবাইলে আসে না।খুব সমস্যায় আছি।প্লিজ কেউ জানলে জানান।আপনার জন্য স্পেশালভাবে দোয়া করব এবং হাদিয়া দিব।রিচার্জের মাধ্যমে।
আমার একটা আইডি হ্যাক হয়েছে আমি কোন ভাবে কিছু করতে পারছি না,,, আপনারা যদি কেউ আমার উপকার করতেন তাহলে ভালো হয়।
ভাই আমার ফেবু আইডিটােআজ হঠাৎ করে হ্যাক হয়ে গেল। কোন ভাবে উদ্দার করতে পারতে ছিনা। এবং কি পার্সওয়ার্ড সহ ইমেইল আইডি চেইন্স করা হয়েছে। এটা আমি কী ভাবে উদ্দার করতে পারব।
ভাই আমার একটা আইডি লক করেছে ফেসবুক।ওটা উদ্ধারের জন্য ন্যাশনাল আইডি চাইছে…. কি করব? ফটো ভেরিফিকেশন অপশন টাও বন্ধ।
কি করি
ভাই আমার একটা আইডি লক করেছে
ফেসবুক।ওটা উদ্ধারের জন্য ন্যাশনাল
আইডি চাইছে…. কি করব? ফটো
ভেরিফিকেশন অপশন টাও বন্ধ।
ভাইয়া,আমার আইডিটাতে ফেসবুক কোড এপ্রুভাল অপ্সন অন ছিলো,,,,৫-৬ মাস আমার সিমটা হারিয়ে ফেলেছি,তাই কোনো ভাবেই আইডিটাতে ডুকতে পারছিনাহ,,,,কেও একটু হেল্প করবেন প্লিজ?
এডভান্স থেক্স! :'(