সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক কম্পিউটারে ব্যবহার করার পাশপাশি মোবাইলফোন থেকেও ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হয়। আর ফেইসবুকের নোটিফিকেশনগুলো এতদিন কেবল ইমেইলেই পাওয়া যেত। অন্যান্য দেশের ব্যবহারকারীরা এসব নোটিফিকেশনগুলো ইমেইলের পাশাপাশি মোবাইল ফোনেও পেয়েছেন এতদিন। এবার আমাদের দেশেও এসেছে এ সুযোগ। ইন্টারনেট সংযোগ না থাকলেও এখন স্ট্যাটাস আপডেট, কারোও ওয়ালে পোস্ট করা এবং নোটিফিকেশন মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দেখার সুবিধা রয়েছে। এজন্য ফেইসবুকে কিছু সেটিংস পরিবতন করে নিতে হবে। এখন কম্পিউটার থেকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার Account থেকে Account Settings এ যান।
এবার Account Settings থেকে Mobile লেখা ট্যাব এ যেতে হবে। নিচের ছবি তে ফলো টা দিলাম
মোবাইল ট্যাবে গেলে নিচের ছবির মতো একটি পেজ খুলবে। যেখানে একাবারে নিচে লেখা রয়েছে -এ যেতে হবে `অলরেডি রিসিভড এ কনফারমেশন কোড?’ ছবিতে লাল দাগ দিয়ে দিলাম। এই লেখাটির উপর ক্লিক করুন।
এরপর যে মোবাইল নাম্বার থেকে ফেইসবুক স্ট্যাটাস আপডেট করতে চান এবং নোটিফিকেশন পেতে চান সেঁটির মেসেজ অপশনে গিয়ে ইংরেজি এফ (f) লিখে গ্রামীনফোন ব্যবহারকারীরা ২৫৫৫ নাম্বার এবং বাংলালিংক ব্যবহারকারীরা ৩২৬৬৫ একটি এসএমএস পাঠাতে হবে। ফিরতি এস.এম.এস এ ব্যবহারকারীকে একটি Confirmation Code পাঠানো হবে। এবার কম্পিউটার থেকে মোবাইল ট্যাবের নিচে Already received a confirmation code? লেখা বাটনটিতে কিক করুন। যে Confirmation Code-টি এসএমএস এ এসেছে সেটি কনফার্মেশন বক্সে লিখতে হবে।
এবার Confirm এ কিক করুন। এখন কি কি নোটিফিকেশন মোবাইলে পেতে চান তার সেটিংগুলি ঠিক করে দিন। এরপর থেকে ফেসবুকের সব ধরণের নোটিফিকেশন এসএমএসের মাধ্যমে পাবেন। এরজন্য অতিরিক্ত কোন চার্জ দিতে হবেনা। আমি আজ দুইদিন ধরে এ সেবাটি উপভোগ করছি।:-)
ভাল তথ্য। কয়েকদিন আগে শুনলাম খবরটা। এখনও ট্রাই করিনি। সময় করে একসময় ট্রাই করবো। আপনি নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট দিয়ে যাচ্ছেন দেখে ভাল লাগছে। কিপ ইট আপ ব্রো… উই আর উইথ ইউ 😀
ধন্যবাদ আমার পোস্টগুলো নিয়মিত পড়ার জন্য। আমি সেবাটি উপভো করছি। দারুন কাজে লাগছে। ইনস্ট্যান্ট সব কমেন্ট এবং মেসেজগুলো সম্পর্কে জানা যাচ্ছে: 🙂
বহুত শুকরিয়া জনাব!! খুব উপকার করলেন, আমি এখন এটাকে ফ্রী এসএমএস পাঠানোর কাজে ব্যবহার করবো !!
ধন্যবাদ আপনাকে। কিভাবে ফ্রি এসএমএস পাঠানোর ব্যবস্থা করবেন জানালে বাধিত থাক্ববো। একই সাথে অন্যান্য ব্লগার এবং পাঠকরাও বিষয়টি জানতে পারবেন।
what an idea sirji…i like it thank u very very much..
ব্যাপারটা সোজা। ধরুন আপনার ফেইসবুকে এসএমএস অপশন চালু করা আছে। আপনার বন্ধুদেরও বললেন করতে।তারা আপনাকে মেসেজ দিবে ফেইসবুকে আর আপনি তা পাবেন আপনার মোবাইলে। এবার আপনি মোবাইল দিয়ে লগিন করে সেটার উত্তর দিলেন এবং আপনার বন্ধুরা এসএমএস পেয়ে গেল। তারাও আপনার মত লগিন করে উত্তর দিবে এবং যথারীতি আপনি মেসেজ পাবেন।
সুবিধাটি দারুন। তবে যাদের হাজার এর বেশি বন্ধু রয়েছে এবং প্রতিদিন ২০-৩০টা নোটিফিকেশন পায়, তাদের জন্য খুব একটা সুখকর হবে না।
সজীব ভাই,
আমার একটা একাউন্টে ১৩০০+ ফ্রেন্ড। সেইটায় চালু করলে খবরই আছে 😀
আর কোন কাজ করতে হবেনা, সারাদিন মোবাইল নিয়েই বসে থাকতে হবে 😀
ব্যাপারটি সুখকর না হওয়ার কোন কারণ নেই সজিব। কারণ নোটিফিকেশনগুলো কাস্টোমাইজ করার সুযোড় রয়েছে। কি কি নোটিফিকেশন পেতে চাও তা নির্দিষ্ট করে দেয়া যাবে। একই সাথে বন্ধুদের স্ট্যাটাস আপডেটও পাওয়া যাচ্ছে। আমি কয়েকজন বন্ধুর স্ট্যাটাস আপডেট ইনস্ট্যান্ট এসএমএসে পাচ্ছি। 🙂
হেহে…আমার প্রতিদিন ইনবক্স পরিস্কার করা লাগে! ৩০ টার বেশি আসে মেসেজ! 😛
কবির ভাই, একটা প্রশ্ন নোটিফিকেশান কি জাস্ট কে কমেন্ট করেছে সেটা দিয়ে যাবে না কমেন্টে কি লিখেছে সেটা সহ যাবে?
কে করেছে এবং কি লিখেছে দুইটাই @ রনি পারভেজ
নাজমুল আহসান মুক্ত says:
০৮/১০/২০১০ at ১১:২৭ পূর্বাহ্ন
কে করেছে এবং কি লিখেছে দুইটাই @ রনি পারভেজ 🙂
যাদেরকে আপনি বেশি বেশি এসএমএস পাঠান, তাদের এটি চালু করতে বলুন । এবার ফেইসবুকে তাকে মেসেজ দিন । (যাদের কোনো কাজ নাই, যারা আমার মতো সারাদিন নেটে বসে থাকেন; শুধুমাত্র তাদেরকে বলছি)
বুদ্ধিটা দারুন। এই না হলে জাবেদ করিম আর সালমান খান-এর দেশের মানুষ আমরা 🙂
বুদ্ধিটা দারুন ঠিকই, তবে দুনম্বরী !! :3
আমরা এভাবে পরিচিত হতে চাইনা !!
দুই নাম্বারি বলার কোন কারণ নেই। আমরা উদ্ভাবন করেছি বলে কি এটা দুই নাম্বারি হবে? সিলিকন ভ্যালির কেউ করলে তো আমরা বলতাম দারুন টিপস উদ্ভাবিত হয়েছে.. ঠিক বলেছি কি?? 🙂
:/
@ আল-আমিন কবির “দুই নাম্বারি বলার কোন কারণ নেই। আমরা উদ্ভাবন করেছি বলে কি এটা দুই নাম্বারি হবে? সিলিকন ভ্যালির কেউ করলে তো আমরা বলতাম দারুন টিপস উদ্ভাবিত হয়েছে”……দারুন 😀
আমরা যারা স্মার্ট ওয়ারিদ ইউজার, তাদের কি হবে?
কি আর বুইলবো দুঃখের কথা,
আমাদের জনয এখনো এই পথ বন্ধ
স্মার্ট ওয়ারিদ ব্যবহারকারীরা হা করে বসে থাকুন আপনাতের অপারেটর কবে এ সুবিধা চালু করবে সেই অপেক্ষায় 🙂 । তাছাড়া এখন কিছুই করার নাই…
স্মার্ট ওয়ারিদ ইউজাররা নেটবুক হাতে নিয়ে ঘুরবেন, সারাদিন ফেইসবুকে লগিন করে থাকবেন ! স্মার্ট বলে কথা !!
হা হা হা !!
😀 😀 😀
ঠিক! বেশি স্মার্ট বলে ফেইসবুক নোটিফিকেশনের সাপোর্ট নাই তাদের জন্য 😛
ওয়ারিদ ইউজাররা যে স্মার্ট এইরকম সংজ্ঞা কে দিয়েছে?? সেল্ফ ক্রিয়েটেড নাকি স্বীকৃত (যদিও জানি কেউ স্বীকৃতি দিবে না)?? আমার কাছে এই অপারেটর টা ফালতু মনে হয় 🙂
মোটামুটি স্বীকৃত। গ্রামীণ ইউজ করে বুড়ারা। আর বাংলালিংক … (বলা যাবে না)!!!
a lot of thanks. this is important for me and everyone. this site is very helpful for initial pc users. thanks everyone
আপনাকে ধন্যবাদ কষ্ট করে পড়া এবং মন্তব্য করার জন্য। ধন্যবাদটা ‘লট অব’ দিতাম যদি মন্তব্য টা বাংলায় করতেন। মনে রাখতে হবে এটা একটি বাংলা কমিউনিটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। 🙂
(অফটপিক: অ্যাডমিনের উচিৎ মন্তব্যগুলো বাংলা করে দেয়া অথবা মুছে ফেলা। বাংলিশ কনটেন্টে ব্লগসাইট নোংরা লাগে। অন্যান্য ব্লগসাইট থেকে এটির পার্থক্য অনেক। বিষয়টি পরামর্শ হিসাবে গণ্য করে বাধিত করবেন। 🙂 )
ভাই এখনো activate করি নাই। করবো, but টাকা নিবে না তো??? gp or bl??
একটা এসএমএস পাঠালে একটাকা+ভ্যাট নিবে। এরপর আপনি যদি এসএমএস রিপ্লাই বা এসএমএস না পাঠান তবে টাকা নিবে না। একেবারেই ফ্রি… এনজয় 🙂
একটা ঝামেলা আছে। লম্বা টাইপ মেসেজ হলে তার অংশবিশেষ আসে, বাকিটুকুর জন্যে আবার রিপ্লাই মেসেজ করতে হয়। তাতে অবশ্য আমরা নাখোশ না, বহুত খোশ !!
ভাই এটাতো ছিল মূলত নোটিফিকেশন। নোটিফিকেশন-এর জন্য যেটা পাওয়া যাচ্ছে সেটা মনে করো বোনাস। 🙂 । যা পাচ্ছ সেই নিয়েই এখন খুশি থাকতে হবে। আর জরুরী মেসেজ হলে `নেক্সট’ লিখে রিপ্লাই দিলে তো পরবর্তী অংশ পাওয়ার সুযোগ থাকছেই। ইন্টারনেট ছাড়াই যে ফেইসবুকের ফিচারগুলো পাওয়া যাচ্ছে এটাই আমার কাছে বেশি মনে হচ্ছে.. 🙂
আমার বাংলালিংকে একটিভ হয়েছে, কিন্তু আমার কথা শুনে যারা জিপি তে চেস্টা করেছে তাদের হয়নি।
সমস্যাটি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আরোও কয়েকজন জিপি ইউজারের সাথে কথা বলে আপনাকে বিস্তারিত বলতে পারবো। মন্তব্যের জন্য ধন্যবাদ। :-p
আমি তো জিপি-তেই ব্যবহার করছি !
হুমমমম.. আমার পরিচিত অনেকেই জিপি তে এই সুবিধা উপভোগ করছে। কোন সমস্যা নাই। আপনি ভালো করে চেষ্টা করে দেখুন।
কবির ভাই আমিও এই সুবিধা কাতার থেকে ভোগ করছি, তবে এই সুবিধা টা কি রবি তে পাওয়া যাবে না?
এবং রবির কোডটা একটু বলবেন দয়াকরে…
GP তে ফিরতি মেসেজ দিচ্ছে না। 🙁
জিপিতে তাহলে কোন সমস্যা হয়েছে। আপাতত সমাধান দিতে পারছি না। দু:খিত 🙁
GP তে ফিরতি মেসেজ দিচ্ছে না। খুবই মেজাজ খারাপ। আমি আগেই অবশ্য confirmation code পেয়েছিলাম। 2-3 বছর আগে, ওই confirmation code এখন কোথায় পাব?
আপনি দুই বছর আগে যে কনফার্মেশন কোড টা পেয়েছিলেন এই কনফার্মেশন কোডটি সেই কোড না। এটি একেবারেই নিউ একটা কোড। চেষ্টা করে দেখুন। 🙂
আজকে দেখলাম একটা অ্যাপ্লিকেশন ও চলে এসেছে, কিন্তু এটির confirmation কোডে দেবার জাগা পাচ্ছি না। 🙁
http://apps.facebook.com/bd-fbsms/
এইসব ফালতু অ্যাপ্লিকেশন ব্যবহার না করাই ভালো। খেয়াল করে দেখেছেন এই অ্যাপ্লিকেশনটি আপনার কতকিছুর অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। মেইল ঠিকানা সংগ্রহ করে স্প্যামিং করা আর কিছু নিজেদের স্বার্থ সংশ্লিষ্ঠ কারণেই এসব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। যেখান ডিফল্টভাবে সবকিছু ব্যবহারের সুযোগ রয়েছে সেখানে অ্যাপ্লিকেশনের দরকার কি??? আমি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করিনি তাই বলতে পারলাম না কোথায় মোবাইল নাম্বার দিতে হবে 🙂
আমার windows xp,core2 duo তে হেডফোন কাজ করেনা,ফোন ঠিক আছে।তাছাড়া বড় স্পিকার একটা চলে একটা চলেনা কি করব জানালে খুব উপকার হত।
মেইল mms01722@gmail.com
আশা করছি হার্ডওয়্যার বিশেষজ্ঞরা আপনার সমাধান দিবেন তাড়াতাড়িই। 🙂 কেউ না দিলে আমি ট্রাই মারমু কথা দিলাম 🙂
এই লেখাটা পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। লেখককে অনেক ধন্যবাদ। আমি নিজেও এখন এই সুবিধা ভোগ করছি।
উপকৃত হয়েছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্য করার জন্য। 🙂
f না fb লিখে ২৫৫৫ নামবারে পঠাটে হবে কিনটো আমি পাঠানোর পর কোনো রইপলাই মাসাজ আসলো না ! 🙁
আমি পারছিনা 🙁 কেউ আমাকে add করে help করবেন ? 🙁 http://www.facebook.com/farabi.tamal
কোনো রেপ্লাই এস এম এস আসলো না তো ঃ(
Ami hotat kore kono notification passi na…..and bar new kore msg dile kono replay o ashte se na…..
tar mane bepar ta puray faltu hoya gelo naki?
আমার বাংলালিঙ্ক একটিভ হচ্ছে না। বলছে sorry there is an error with your mobile registration. কি করব?
আল-আমিন কবির ভাই, জিপি তে এটা হয়না, কারণ শালারা ডাকাত । কী বলব বলেন । bl থাকলে গালাতাম না।
thanks bro
সুন্দর পোস্ট ধন্যবাদ
আজ দুদিন পার হয়ে গেলো কোন Notification Message পেলাম না । আমি gp ব্যবহার করি । কিভাবে Notification Message পাব Please জানাবেন ।
Warid গ্রাহকরা কোন নম্বরে msg পাঠাবে, ভাইয়া?
Tomake kono msg patate hobe na…………
আল-আমিন কবির ভাই, আপনাকে ছালাম, আপনার কিছু লেখা পড়ে এতটাই উপকৃত হলাম যে, আপনাকে congratulation না দিলে আমি অকৃতজ্ঞ হব। চমৎকার তথ্য । কোন সন্দেহ নেই । Good luck to you.
ভাই , বাংলালংক ছাড়া কি এই সুবিধা পাওয়া যাবে না ?
চমৎকার লেখা, ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
নোটিফিকেশন-পাওয়া যাচ্ছে, আমি উপকৃত হচছি, আবারো ধন্যবাদ আপনাকে।
অসাধারন ………………………
How can airtel users will get facebook notification on mobile phone?
অনেক কাজের পোস্ট। আর কিছু বলার নাই 😀
চমৎকার
আল-আমিন ভাইয়া ওডেস্ক নোটিফিকেশন মোবাইল এ আনার নিয়ম জানেন ?? সার্চ করতে গিয়ে আপনার লিখাটা আসল। আমার ফেসবুক নোটিফিকেশন ৬০/৩০ দিন পর বন্ধ হয়ে গেল … আর কক্ষন অ্যাক্টিভ হয় নাই …
হুহ … পুরাই পেইন… চালু করে আবার অফ করে দিতে হল 🙁
VI robe the kiva be Pablo?