পড়াশুনার কাজে আমরা অনেক সময় বিভিন্ন ধরণের অ্যাপ ব্যবহার করে থাকি। কারণ হচ্ছে, প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, ততই আমরা এর ব্যবহার ভালোভাবে শিখছি। এই সকল কিছুর সুবিধাটি আমাদের পূর্ণভাবে নেয়া উচিত। এরই ধারাবাহিকতায় আজ এই সিরিজের সর্বশেষ পর্ব দেয়া হলঃ
১) Virtual Sat Tutor-writing: যারা স্যাট পরীক্ষা দিয়ে বাইরে যাবার জন্য চিন্তাভাবনা করছেন, এই অ্যাপটি তাদের জন্য বিশেষ উপকারী হবে।
২) Learn Guitar Cords: গীটার শেখায় যাদের আগ্রহ রয়েছে, এই অ্যাপটি তাদের গীটার শেখার জন্য নানাভাবে সাহায্য করবে।
৩) Studyblue Flashcards: এই অ্যাপের মাধ্যমে আপনিও ফ্ল্যাশকার্ডের সাহায্যে বিভিন্ন ধরণের বিষয় সম্পর্কে কুইজের মাধ্যমে নানা কিছু জানতে পারবেন।
৪) Learning letter for kids: এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার সন্তানকে নানা ইংরেজী বর্ণমালা মজার মাধ্যমে শিখিয়ে দিতে পারবেন। পিতামাতার জন্য খুবই উপকারী একটি অ্যাপ।
সূত্রঃ edudemic.com