২০১৬ সালের সবচেয়ে আকাঙ্ক্ষিত একটি গেম সুপার মারিও রান। অ্যাপলের একটি অনুষ্ঠানে নিনটেন্ডো কর্তৃপক্ষ এই গেমের বাজারে আসার কথা বলেন। সেপ্টেম্বরে এটি আইওএসে পাওয়া যায় কিন্তু স্টক ভ্যালুর কারণে গেমটি তেমন সুবিধা করতে পারে নি।

গেমের ক্ষেত্রে এন্ড্রয়েড রিলিজ সবসময়ই লগ্নিকারীদের জন্য একটি স্বস্তির বাতাস বইয়ে আনলেও সুপার মারিও কবে থেকে এন্ড্রয়েডে খেলা যাবে এ সম্পর্কে তেমন কিছু বলা হয় নি। তবে আশার কথা হচ্ছে প্লে স্টোরে সুপার মারিও রানের একটি ঝলক দেখা গিয়েছে এবং এটি প্রি-রেজিস্ট্রেশনের জন্য এখন সহজলভ্য। ট্রেইলার এবং নানা স্ক্রিণশট দেখেই এখন আপনাকে সন্তুষ্ট থাকতে হবে।

সুপার মারিও হচ্ছে একজন স্বয়ংক্রিয় দৌড়বিদ যেখানে আপনি মারিওর দৌড় নিয়ন্ত্রন করতে পারবেন এবং মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যতটা সম্ভব কয়েন সংগ্রহ করে নিতে হবে। বাউজার নামক ভিলেনকে হত্যা করে আপনাকে প্রিন্সেস পীচকে উদ্ধার করতে হবে, এটিই হচ্ছে গেমের মোদ্দা কথা।
এন্ড্রয়েডে আসার আগে পর্যন্ত আপনাকে ততটুকু অপেক্ষা করতেই হচ্ছে।
সূত্রঃ androidpolice.com