সিঙ্গাপুর ভিত্তিক প্রযুক্তি ব্র্যান্ড প্রোলিংক এর রজত জয়ন্তীতে বাংলাদেশী গ্রাহকদের জন্য ‘এক অক্বে দুই’ নামে বিশেষ একটি অফার দিয়েছে প্রতিষ্ঠানটির বাংলাদেশী ব্যবসায়বন্ধু কম্পিউটার সোর্স। গ্রাহক বান্ধব এই প্রণোদনায় প্রোলিংক ব্র্যান্ডের যেকোনো ডিভাইস ক্রয়ে দুই দফা পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়েছে। অফার অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রোলিংক গ্রাহকরা প্রতিটি ডিভাইস ক্রয়ের সময় একটি কুপন পাবেন। এই কুপনটি তিন দফায় ড্র হবে। প্রথম দফায় ৩১ জুলাই এবং দ্বিতীয় দফায় ৩০ সেপ্টেম্বর প্রোলিংক ডিভাইসসহ ২৫টি করে মোট ৫০টি পুরস্কার পাবেন বিজয়ীরা। অফারের শর্তানুযায়ী, প্রথম দফার বিজয়ীরা দ্বিতীয় দফার ড্রতে অংশ নিতে না পারলেও চূড়ান্ত র্যাফেল ড্রতে অংশগ্রহণ করে ১৬ ডিসেম্বর একই কুপনের বিপরীতে মোটরসাইকেল, ৪০ ইঞ্চি টিভি, ফ্রিজ, স্মার্টফোন ও ওভেনসহ আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন।