পৃথিবীতে নানা ধরণের প্রাণী রয়েছে। এদের খাদ্যাভ্যাস আলাদা, চলার ধরণ আলাদা, বেঁচে থাকাও আলাদা। কারো সাথে কারো কোন মিল নেই। কিন্তু প্রানীদের সম্পর্কে মজার মজার সব তথ্য জানতে পারলে আমরা শিহরিত হয়ে উঠি। আজ কিছু মজার মজার এমন প্রাণীদের তথ্য আপনাদের দেয়া হলঃ
১) চ্যামেলিয়ন জাতীয় গিরগিটির জিভ এর শরীরের সমান লম্বা হতে পারে।
২) গ্রেট হোয়াইট শার্ক বা সাদা হাঙর তার শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়লে তা ২৫ গ্যালন পানির মধ্যেও বুঝতে পারে। এমনকি তিন মাইল দূর থেকে সে পানির মাঝে রক্তের গন্ধ টের পায়।
৩) নীলতিমির জিহ্বার ওজন একটি প্রাপ্তবয়স্ক হাতির সম্পূর্ণ শরীরের ওজনের সমান!
৪) মাছিরা তাদের শরীরের প্রায় ১০০ গুণ বেশি দৈর্ঘ্যে লাফ দিতে পারে।
৫) একটি বিভারের দাঁতের দৈর্ঘ্য বড় হওয়া কখনো থামে না। দাঁতের দৈর্ঘ্য বড় হওয়া কমাতে হলে একে বড় বড় গাছের গুঁড়ি কামড়ে ধরতে হয়।

৬) একটি ঝিনুক তার সমগ্র জীবনে বেশ কয়েকবার লিঙ্গ পরিবর্তন করে থাকে।
৭) হাউলার প্রজাতির বানর হচ্ছে ডাঙার প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি শব্দ করা প্রাণী। তিন মাইল দূর থেকেও এর শব্দ শোনা যায়।
৮) স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচাইতে বেশি শব্দ করে নীল তিমি। প্রায় ৫০০ মাইল দূর থেকেও নীল তিমির আওয়াজ শোনা যায়।
৯) একটি চিতাবাঘ তিন সেকেন্ডের মাঝে শূন্য থেকে ৬০ মাইল পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে।

১০) এমপেরর পেঙ্গুইন না খেয়ে এক জায়গায় ঠায় দুই মাস দাঁড়িয়ে থাকতে সক্ষম।
সূত্রঃ Buzzfeed.com