আমাদের চারপাশে কত জানা অজানা প্রাণী রয়েছে। তাদের কতটুকু সম্পর্কে আমাদের জানা আছে? তাদের চলন খাবার শিকার ইত্যাদি নানা দিক সম্পর্কে আমরা যতই জানতে পারি, ততই শিহরিত হয়ে উঠি। এই প্রাণীদের নিয়েই কিছু মজার তথ্যে আজকের চতুর্থ পর্ব দেয়া হলঃ
১) স্করপিয়ন বা কাঁকড়া বিছা খুবই ধীর স্থির ও ধৈর্য্যশীল। এমনকি শুধুমাত্র এক জাতের পোকা খেয়েই এটি সারা বছর কাটিয়ে দিতে পারে।
২) আফ্রিকান হাতি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি সময় গর্ভধারণ করে। এটির গর্ভধারণের সময় প্রায় দুই বছর।
৩) একটি প্রাপ্তবয়স্ক পান্ডা দিনের প্রায় ১২ ঘন্টা খেয়ে ব্যয় করে।
৪) সবচেয়ে বৃহৎ জায়ান্ট স্কুইডের দৈর্ঘ্য প্রায় ৫৯ ফিট ।
৫) পাফারফিশ তার শরীরের মধ্যে এক ধরণের বিষাক্ত তরল পদার্থ বহন করে যেটির নাম টেট্রোডক্সিন। এটি সায়ানাইড থেকেও ১২০০ গুণ বিষাক্ত মানব শরীরের জন্য।
৬) একটি পিপড়েখেকো দিনে প্রায় ৩৫০০০ হাজার পিঁপড়া ভক্ষণ করে থাকে।
৭) তুষার লিওপার্ড এক লাফে প্রায় ৫০ ফিট উচ্চে উঠতে পারে।
8) একটি সোনালী ঈগল ঘন্টায় প্রায় ১৫০ মেইল বেগে উড়তে পারে।
সূত্রঃ Buzzfeed.com