প্রযুক্তির ব্লগ টেকটুইটস এবং বিডিস্টল এর যৌথ উদ্দেগে আয়োজন করা হচ্ছে “টেকটুইটস টেক ব্লগিং কন্টেস্ট মে-২০১২১” . টেকটুইটস ইতিমধ্যে বাংলাদেশের একটি সেরা প্রযুক্তি কমিউনিটি ব্লগে পরিনত হয়েছে। ব্লগিং কমিউনিটির প্রাণ হচ্ছে এর লেখকেরা। তাই এ লেখকদের জন্য আয়োজন হচ্ছে টেক ব্লগিং কন্টেস্ট। একমাস ব্যপী চলবে এ কন্টেষ্ট। আমরা চাই সবাই পুরষ্কার পাক, কিন্তু আমাদের সীমিত আয়জনে সবাইকে পুরষ্কৃত করা সম্ভব হবে না। তাই আমরা এক মাসের মধ্যে ব্লগারদের লেখার সংখ্যা এবং মান বিবেচনা করে বিজয়ীদের নাম ঘোষনা করব। মোট পুরষ্কার পাবেন আটজন বিজয়ী। আর এ বিজয়ী আটজন ব্লগারের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার ও একটি করে সার্টিফিকেট। যা একটি অনুষ্টানের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আপনি ও হতে পারেন এ আট জন ভাগ্যবানদের একজন। তার জন্য আপনাকে লিখতে হবে প্রযুক্তি বিষয়ক যেকোন লেখা।
দেখা যাক বিজয়ীদের জন্য কি কি থাকছেঃ
- প্রথম পুরষ্কারঃA4Tech G6-10D Wireless Mouse
- দ্বিতীয় পুরষ্কারঃCamac 878 Black Mini speaker
- তৃতীয় পুরষ্কারঃApacer 8GB Pen Drive
- চতুর্থ পুরষ্কারঃNotebook/Laptop Computer Lock
- পঞ্ছম পুরষ্কারঃA4Tech Headset
- ষষ্ট পুরষ্কারঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই ও একটি ডায়েরী।
- সপ্তম পুরষ্কারঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই।
- অষ্টম পুরষ্কারঃ একটি বিজ্ঞান কল্প কাহীনি [ সাইন্স ফিকশন] বই।
আগামি মে ১৫ তারিখ থেকে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত যেকোন যে কোন ব্লগার এতে অংশ নিতে পারবে। ১৫-০৫-২০১২ থেকে ১৫-০৬-২০১২ পর্যন্ত সব গুলো লেখা উপর ভিত্তি করে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://techtweets.com.bd/
ধন্যবাদ সবাইকে।