প্রথমবারের মত বাংলাদেশ থেকে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ড ২০১৬-তে সাস্টেনেবিলিটি ও এনভায়রমেন্ট ক্যাটাগরিতে মেরিটঅ্যাওয়ার্ড অর্জনকরেছে“সয়েল সেইফ”ডিজিটালমাটি ও সার পরীক্ষার টেস্টিং মিনি ল্যাব।

এই বছরতাইপে-তে আয়োজিত অ্যাপিকটা ২০১৬ আসরেবাংলাদেশ এসোসিয়েশন অব সফট্ওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের উদ্যোগে বাংলাদেশ প্রথমবার অংশ নিয়েছে। তাইপে-তে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ০৫ ডিসেম্বর ২০১৬, সোমবার “সয়েল সেইফ”এর পক্ষে মেরিট অ্যাওয়ার্ড সম্মাননাটি গ্রহণ করেন ক্রান্তি গ্রুপের পরিচালক মুহাম্মদ রিসালাত সিদ্দীক। মোট ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। সাস্টেনেবিলিটিও এনভায়র মেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশ এর পাশাপাশি হংকং, চীনা তাইপে এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন উদ্যোগ মনোনীত হয়েছিল।

উল্লেখ্য, সয়েল সেইফ”ডিজিটালমাটি ও সার পরীক্ষার টেস্টিং মিনি ল্যাব ক্রান্তি গ্রুপের একটি উদ্যোগ। কৃষি খাতে প্রযুক্তিগত উন্নয়ন সাধনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে চাষযোগ্য মাটির ভূমিকা অপরিসীম। এই চাষযোগ্য মাটির গুণাগুণ সঠিক ভাবে জানার জন্য “সয়েল সেইফ”ডিজিটাল মাটি ও সার পরীক্ষার টেস্টিং মিনি ল্যাব। অল্প খরচে এবং স্বল্প সময়ে কৃষক রাতাদের মাটির গুণাগুণের ফলাফল পাচ্ছেন হাতের নাগালে। এই ফলাফল পাওয়ার জন্য যেকোন স্মার্ট ফোনে ব্যবহার উপযোগী“ সয়েল সেইফ”অ্যাপ তৈরি করেছে অ্যানালাইজেন বাংলাদেশ লিঃ।

এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ড একটি আন্তর্জাতিক পুরস্কার প্রতিযোগিতা, যা অ্যাপিকটা দ্বারা পরিচালিত। অ্যাপিকটা অ্যাওয়ার্ডকে আইসিটি সেক্টরের অস্কার অ্যাওয়ার্ড নামে পরিচিত। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই দারুসসালাম, চীন, চীনাতাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালেয়শিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনামএবং নেপালসহ মোট ১৭টি অর্থনীতি অঞ্চলের সদস্য নিয়ে অ্যাপিকটা গঠিত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here