চীনে সম্প্রতি একটি কবর আবিষ্কৃত হয়েছে। এই কবরে শায়িত আছেন চীনের এক যুদ্ধাধিপতি(জেনারেল) ও তার পত্নী। কার্বন টেস্টে জানা গিয়েছে, ৫৬৪ সালের ১৮ মার্চ তাদেরকে শায়িত করা হয়।
প্রাচীন এই দম্পতির কঙ্কালের সাথে নানা ধরনের ফিগারিন পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকেরা তাদের এই আবিষ্কারের উল্লেখ করেছেন চাইনিজ কালচারাল রেলিক নামক জার্নালে প্রকাশ করেন।
ফিগারিন হচ্ছে নানা কিছুর আদলে তৈরি মাটির জিনিস। মূলত, এটি কুমোররা তৈরি করেন।

ঐ জার্নালে আরো বলা হয়, কবরে মোট ১০৫টি নিদর্শন পাওয়া যায় এবং তাদের মধ্যে বেশিরভাগই মাটির তৈজসপত্র। মাটির তৈরি যেসব জিনিস পাওয়া গিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাটির তৈরি যোদ্ধা, উট, গরুর গাড়ি এবং বাদক দল। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, মাটির তৈরি এই ফিগারিনগুলোর রঙ খুবই অত্যাধুনিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে। দীর্ঘদিন মাটির নিচে থেকেও এদের খুব একটা পরিবর্তন হয় নি।
এই মাটির ফিগারিনগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম ফিগারিন হচ্ছে ২২ ইঞ্চি।
কবর ফলকে কি লেখা ছিলঃ
কবর ফলকে মূলত ঝাও জিন এবং তার স্ত্রী রাজকুমারী নি লিউ এর জীবনের শেষ দিনের কথা বলা হয়েছে। ঝাও জিন হেজিং যুগের শেষ সময়ের দিকে মৃত্যুবরণ করেছিলেন। ৫৫০ সাল থেকে ৫৭৭ সাল পর্যন্ত ঝাও দক্ষিণের “কি” ডাইনাস্টির রাজাদের সাথে যুদ্ধ করেন।

৬৭ বছর বয়সে ঝাও মৃত্যুবরণ করেন। তবে তার মরদেহের সাথে স্ত্রীকে কেন কবর দেয়া হয়েছিল তা সম্পর্কে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন।
সূত্রঃ লাইভ সাইন্স