সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিশ্বব্যাপি বর্তমান ব্যবহারকারির সংখ্যা ১.৬ বিলিয়ন। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ ভাষাগত স্তর থেকে এই মাধ্যমে একে অপরকে বুঝতে পারে। আর এটিই সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির মেশিন লার্নিং অ্যালগরিদমের মাধ্যমে।
সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিশ্বব্যাপি বর্তমান ব্যবহারকারির সংখ্যা ১.৬ বিলিয়ন। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ ভাষাগত স্তর থেকে এই মাধ্যমে একে অপরকে বুঝতে পারে। আর এটিই সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির মেশিন লার্নিং অ্যালগরিদমের মাধ্যমে।
সোমবার সান ফ্রান্সিসকোতে এমআইটি’র ইমটেক ডিজিটাল কনফারেন্সে ফেসবুকের ভাষা প্রযুক্তি প্রকৌশল বিভাগের পরিচালক অ্যালান প্যাকার বলেন, ‘ডিজিটাল বেবেলফিশ’ আসলেই খুব প্রশংসনীয় দারুণ কাজ করছে। তিনি আরও বলেন ফেসবুকের অনুবাদ সেবাটি ৪০০’র বেশি ভাষা এবং উপভাষা বুঝতে পারে।
ভাষাকে বোধগম্য করলে ফেসবুক আন্তর্জাতিক যোগাযোগে আরও শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে। এ বিষয়ে প্যাকার বলেন, অনুবাদ টিমের মূল উদ্দেশ্যই হল ভাষার বাঁধাকে সরিয়ে পৃথিবীকে আরও বেশি উন্মুক্ত এবং সংযুক্ত করবে।