প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?
গাছের ছোট শাখা থেকে বড় বড় ইমারতের ছোট একটি ফোকরে, কোথায় এদের দেখা পাওয়া যায় না বলুন? রঙিন ডাবা ঝাপটে এরা যখন উড়ে বেড়ায় তখন মনের অজান্তেই মুখে হাসি ফোটে ওঠে। চলচ্চিত্রেও এর ব্যব্যহার করা হয় প্রচুর। তা বাস্তবেই হোক কিংবা গ্রাফিক্সের মাধ্যমে। রঙবেরঙ এর প্রজাপতি দেখলে মন আপনার ভালো হতে বাধ্য। কিন্তু কতটুকুই বা আপনি জানেন এদের সম্পর্কে? আজ প্রজাপতিদের নিয়ে কিছু চমকপ্রদ তথ্য আপনাদের সামনে হাজির করা হলঃ
১) পৃথিবীতে পায় ১৭,৫০০ এরও অধিক প্রজাতির প্রজাপতি রয়েছে।
২) প্রজাপতি এবং মথ, দুটোই লেপিডপটেরা গণের অন্তর্ভুক্ত। তাদের পুরো দেহ তিন ভাগে বিভক্ত। মাথা, থোরাক্স ও অ্যাবডোমেন। এছাড়াও তাদের একটি বহিঃকঙ্কাল রয়েছে।
৩) যে প্রজাপতিটি সবচাইতে বেশি দেখা যায়, তার নাম হচ্ছে “ক্যাবেজ হোয়াইট বাটারফ্লাই”। খোলা প্রান্তর কিংবা রাস্তার পাশেই এদের বেশি উড়তে দেখা যায়।
৪) রাজা প্রজাপতি ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচবার জন্য দূরে যেতে পারে। পোকামাকড়দের মধ্যে এরাই হচ্ছে একমাত্র যারা উষ্ণতার জন্য ২৫০০ মাইল পথ অতিক্রম করতে পারে।
৫) কমন বাক আই বাটারফ্লাই হচ্ছে সৌন্দর্য্যের অন্যতম একটি প্রতীক। এর চোখের চারপাশে নানা রং দেখা যায় এবং ডানা হয় নানা কারুকাজের মিশেল। অন্যান্য পাখি যাতে এদ্র ওপর হামলা করতে না পারে, এজন্য এই ডানা তাদের নানাভাবে সাহায্য করতে পারে। এর ডানার নিচে তাকালে বাদামী কমলা ও ধূসর রং এর একটি মিশেল পাওয়া যাবে।

৬) একটি প্রাপ্তবয়স্ক প্রজাপতির আয়ুষ্কাল হয় খুবই কম। মাত্র তিন থেকে চার সপ্তাহ সে বেঁচে থাকতে পারে প্রাপ্তবয়স্ক হবার পর। প্রজাতির ওপর নির্ভর করে একটি প্রজাপতির জীবনচক্র হয় ২-৮ মাসের মধ্যে।
সূত্রঃ ইকোওয়াচ