আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার । বাংলাদেশের প্রতিটি মানুষ টেকনোলজি বিষয়ে আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই আসলে টিউনারপেজের যাত্রা শুরু । ইতিমধ্যে ব্লগটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা ব্লগে পরিণত হয়েছে আপনাদের সকলের ভালবাসায়।

আমরা আসলেই চাচ্ছি একটি সাইট দিয়ে টেকনোলজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া যাক। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা। তাদের কাছে আরো সুন্দর ও সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা।অনেক প্রচেষ্টার পর আমরা একটা প্রযুক্তি বিষয়ক অনলাইন ম্যাগাজিন তৈরী করতে সমর্থ হয়েছি ।প্রতি মাসে ২১ তারিখে এটি নিয়মিত প্রকাশিত হবে টিউনারপেজ থেকে। আমরা জানিনা আমাদের এই উদ্যোগ আপনাদের কতটা উপকারে আসবে ।তবে আমাদের প্রচেষ্টা থাকবে আপনাদের উপকারে থাকার ।আমরা টিউনারপেজের কিছু নির্বাচিত পোস্ট দিয়ে সম্পাদন করেছি এই ই-বুকটি ।আয়তনের দিকে আমাদের বিশেষ নজর ছিল ।এটির আয়তন মাত্র 4.8 MB ।কাজেই দেরী না করে এখনই ডাউনলোড করে নিন ।আপনার নিজের ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না ।

remi

আমাদের এবারের সংখ্যায় আপনি যা যা পাবেন:-

remi

আপনাদের জন্য রয়েছে বিশেষ উপহারের আয়োজন ।ক্যুইজের উত্তর দিন আর তিন জন জিতে নিন ৫০ টাকা করে ফ্লেক্সিলোড:-

remi

মাত্র 4.8mb

মাসিক টিউনারপেজ 

আগাগোঁড়া প্রযুক্তির সাড়াশব্দ

 

আপনাদের  উৎসাহ এবং সহযোগীতা কামনা করে টিউনারপেজ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here