এবার জানুন ফিরে পাওয়া ফাইল এবং ফোল্ডার কীভাবে ভাইরাসমুক্ত করবেন-
স্টার্ট মেনুতে কিংবা Run থেকে cmd লিখে কমান্ড প্রম্পট চালু করুন।কমান্ড প্রম্পটে ‘attrib-h-s-r-a/s/d X:*.*’ লিখে এন্টার করুন (X-এর বদলে আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার উল্লেখ করতে হবে)।আপনার পেনড্রাইভের ফাইল এবং ফোল্ডারগুলোর সঙ্গে শর্টকাট ফোল্ডারেও দেখাবে।এখান থেকে শর্টকাট ফোল্ডার মুছে ফেলুন। ব্যস, হয়ে গেল।