বাজারে তো অনেকই রাউটার পাওয়া যায় তবে এটার মতন আর একটিও নেই। আসুস সম্প্রতি বাজারে এনেছে তাদের নতুন ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই রাউটার যেটা দেখতে অনেকটা স্পেইশিপের মতন। নতুন রাউটারে ব্যবহার করা হয়ে একই সাথে ৮টি ডুয়াল ব্র্যান্ড অ্যান্টিনা। যার দরুন এর সিগন্যাল এতোটায় শক্তিশালী যে মাত্র একটি রাউটার আপনার সম্পূর্ণ ফ্লোরের জন্য যথেষ্ট।
এটি ২.৪ গিগাহার্জ ব্র্যান্ড বিশিষ্ট যেটা আপনাকে সর্বচ্চ ১জিবিপিএস পর্যন্ত গতি দিতে সক্ষম। আবার এটি সাথে এটি ৫ গিগাহার্জ ব্র্যান্ড ফ্রিকোয়েন্সি ক্ষমতা বিশিষ্ট যার কারনে আপনি চাইলে সর্বচ্চ ২ থেকে ৫.৩ জিবিপিএস পর্যন্ত স্পীড উপভোগ করতে পারবেন (যদি আপনার নেটওয়ার্ক সেটা সাপোর্ট করে তো)।
নতুন আসুস আরটি-এসি৫৩০০ বাজারে এসেছে গিগাবিট ওয়ান পোর্ট এবং ল্যান পোর্ট নিয়ে। আপনি চাইলে ইউএসবি ৩.০ বা ২.০ পোর্ট ব্যবহার করে প্রিন্টার্স এবং অন্যান্য ডিভাইস অ্যাড করতে পারবেন।
তবে আমাদের বা পাসের দেশ গুলতে এটি এখনি মিলবে না। তবে খুব সহসাই বাজারে আসছে এটা নিশ্চিত থাকতে পারেন।
বিস্তারিত আরও যাতে যেতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে!
কি মনে হয়, এটা কি সত্যি আপনাকে এতো এতো স্পীডে ব্রাউজ করার সুযোগ দিবে? জানাবেন কমেন্ট বক্সে!