১৮৫৬ সালের ১০ জুলাই নিকোলা টেসলার জন্ম। সার্বিয়ান আমেরিকান এই বিজ্ঞানী একাধারে উদ্ভাবক, প্রকৌশলী এবং পদার্থবিদ। নিকোলা বিখ্যাত হয়েছেন তার বর্তমান যে তড়িৎ মডেলটি রয়েছে তার প্রবর্তন করে।
১৯৪৩ সালে এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন। তাকে নিয়েই আমাদের আজকের এই আলোচনাঃ
১) নিকোলা ছিলেন একজন প্রকৃতিবিদ। তিনি আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে অনেক কিছু ভাবতেন। পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে কত খনিজ সম্পদ! এগুলো কাজে লাগালে মানব জাতির কত উপকার হবে, তাই নিয়ে ভাবতেন তিনি।
২) আশ্চর্যজনক হলেও সত্য, টেসলার জন্ম হয়েছিল যখন, তখন আকাশে বিদ্যুত চমকাচ্ছিল। টেসলার মায়ের সাথে যে ধাত্রী ছিলেন তিনি ভয় পেয়ে তাকে বলেন ‘আঁধারের পুত্র’। কিন্তু টেসলার মা তাকে আশ্বস্ত কএ বলেন যে টেসলাই একদিন সমগ্র পৃথিবীকে আলোকিত করবে।
৩) টেসলা মানবধর্মে বিশ্বাস করতেন। তিনি ভাবতেন যে একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করার মাধ্যমেই নিহিত আছে পৃথিবীর সকল সুখ।
৪) ১৯০১ সালে টেসলা তারবিহীন ইন্টারনেটের কথা ভেবেছিলেন! ভাবা যায়? তিনি যখন ট্রান্সসেটিক রেডিওর উন্নয়ন কর্ম করছিলেন, তখন ভেবেছিলেন যে এমন একটি যন্ত্র থাকলে কেমন হবে যেটি হবে তার বিহীন এবং হাজার হাজার মানুষের কাছে নিমিষেই তথ্য পৌছে দিতে পারবে।
৫) টেসলার স্মৃতিশক্তি অসাধারণ ছিল। তিনি যা শুনতেন বা পড়তেন, তাই মনে রাখতে পারতেন অনায়াসেই।
সূত্রঃ Toptenzfacts.com