বুদ্ধিমান মানুষেরা

বুদ্ধিমত্তা আসলে কোন মাপকাঠি দিয়ে বিচার করা হয় তা আসলে নির্নয় করা খুবই দুরূহ একটি ব্যাপার। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ বুদ্ধিমত্তার মাপার কিছু মানদন্ড নির্নয় করেছেন। যেমন ধরা যাক আইকিউ টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে বিচার করা যায় একজন ব্যক্তির বুদ্ধিমত্তা কতটুকু, তার স্কেল কত।

পৃথিবীর বুকে বুদ্ধিমান মানুষ যারা ছিলেন তাদের নিয়ে কিছু কথা এর আগে পর্বে আপনাদের দেয়া হয়েছিল। আজ তার দ্বিতীয় পর্ব দেয়া হলঃ

১) ক্লিওপেট্রাঃ ক্লিওপেট্রা ছিলেন টলেমাইক ইজিপ্টের শেষ ফারাও। তিনি ইজিপ্টকে প্রায় ৩০ বছর শাসন করেন। তিনি প্রায় পাঁচটি ভাষা জানতেন এবং তার আইকিউ ছিল প্রায় ১৮০। জুলিয়াস সিজার ও মার্ক এন্টোনিওর সাথে সম্পর্ক থাকার কারণেও তিনি পরিচিত।

রাণী ক্লিওপেট্রা
রাণী ক্লিওপেট্রা

২) শ্রীনিবাস রামানুজনঃ ১৮৮৭ সালে ভারতীয় গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্ম। সংখ্যাতত্ত্বে তিনি ছিলেন বিশেষ পারদর্শী এবং চলমান ভগ্নাংশ ইত্যাদি বিষয়ে তার জ্ঞান ছিল অগাধ। মজার ব্যপার হচ্ছে তার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ছিল না। তার আইকিউ ছিল প্রায় ১৮৫ এর কাছাকাছি।

শ্রীনিবাস রামানুজন
শ্রীনিবাস রামানুজন

৩) গ্যারি ক্যাসপারভঃ আর্মেনিয়ান-ইহুদী বংশোদ্ভূত এই ব্যক্তিকে সর্বকালের সেরা একজন দাবাড়ু বলে মেনে নেয়া হয়। তার আইকিউ প্রায় ১৯০। প্রায় দুই দশক ধরে তিনি বিশ্বের এক নম্বর দাবাড়ু ছিলেন। তিনি তার প্রথম চ্যাম্পিয়নশীপ জেতেন, যখন তার বয়স ছিল মাত্র ২২ বছর।

গ্যারি ক্যাসপারভ
গ্যারি ক্যাসপারভ

৪) আর্যভট্টঃ ৪৭৬ সালে জন্ম নেয়া এই ব্যক্তিকে ধরে নেয়া হয় প্রাক যুগের একজন ভারতীয় গণিতজ্ঞ এবং জ্যোতিষী। পাইয়ের মান বের করবার জন্য তিনি বিখ্যাত এবং এছাড়াও তিনি শুন্যের ধারণাকে উন্নত করেন।

আর্যভট্ট
আর্যভট্ট

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here