পৃথিবীতে নানা ধরণের প্রাণী রয়েছে। এর কতগুলো সম্পর্কে জানি আমরা? এদের মধ্যে কিছু কিছু সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন, কিছু প্রাণী হয়ে গিয়েছে বিলুপ্ত। মাঝে মাঝে এদের কোন প্রজাতি পৃথিবীর বুকে দেখা গেলে বিজ্ঞানীরা চমকে ওঠেন। তবে কি পৃথিবীর কোন অঞ্চলে এদের আবাস এখনো রয়ে গিয়েছে?
এমনই কিছু প্রাণীর নিয়ে দেয়া হল আজকের অষ্টম পর্বঃ
১) শুবিলঃ উনিশ শতকে আরব অঞ্চলের দিকে এই পাখির দেখা খুব মিলত। এটি পরিচিত মূলত এর লম্বা ঘাড়ের জন্য। মিশর ও আরব দেশগুলোতে এই পাখির খুবই জনপ্রিয়তা ছিল।

২) অকাপিঃ আফ্রিকা মহাদেশের কঙ্গো নামক দেশে এই প্রাণীর দেখা পাওয়া যায়। এটি দেখতে জেব্রার মত হলেও মূলত এরা জিরাফ গোত্রীয় প্রাণী।

৩) নারহোয়ালঃ প্রায় ১০০০ এরও বেশি সময় ধরে এই তিমি প্রজাতির মাছটির ওপর ইনুইট গোত্রের লোকেরা বিশ্বাস করে আসছে। এর মাংস ও আইভরি থেকে তারা তাদের খাদ্য ও প্রয়োজনীয় উপাদনের চাহিদা মিটিয়ে থাকে।

৪) সী পিগঃ আটলান্টিক, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের প্রায় ১০০০ ফিট নিচে এদের অবস্থান। ডাঙার শূকরদের মতই এরা পানির নিচের মাটি থেকে বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে।

সূত্রঃ boredpanda.com