পৃথিবীতে নানা ধরণের প্রাণী রয়েছে। এর কতগুলো সম্পর্কে জানি আমরা? এদের মধ্যে কিছু কিছু সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন, কিছু প্রাণী হয়ে গিয়েছে বিলুপ্ত। মাঝে মাঝে এদের কোন প্রজাতি পৃথিবীর বুকে দেখা গেলে বিজ্ঞানীরা চমকে ওঠেন। তবে কি পৃথিবীর কোন অঞ্চলে এদের আবাস এখনো রয়ে গিয়েছে?
এমনই কিছু প্রাণীর নিয়ে দেয়া হল আজকের ষষ্ঠ পর্বঃ
দ্য পাকু ফিশঃ
পাপুয়া নিউগিনিতে প্রাপ্ত এই মাছকে নিয়ে বেশ ভয়েই থাকেন সেখানকার অধিবাসীরা। কারণ, এর দাঁত একদম মানুষের মত। পানিতে কেউ নামলে হাত পা কামড়ে নেয়ার চেষ্টা হরহামেশাই করতে থাকে এটি।

ভেনেজুয়েলান পুডল মথঃ
ভেনেজুয়েলাতে এই মথ আবিষ্কৃত হয় ২০০৯ সালে। এর সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞানীরা এখনো চেষ্টা করে যাচ্ছেন।

ম্যানটিস শ্রিম্পঃ
অসাধারণ সৌন্দর্য্যের অধিকারী এই শ্রিম্পটি কোরাল রীফ ও উপকূলবর্তী অঞ্চলের সৌন্দর্য্য বর্ধন করে।

গ্লকাস অ্যাটলান্টিকাসঃ
গ্লকাস অ্যাটলান্টিকাসকে “নীল ড্রাগন” হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। এটি বেশ ক্ষুদ্রাকার, হাতের তালুতেই জায়গা হয়ে যায়।

সূত্রঃ boredpanda.com