পৃথিবীতে নানা ধরণের প্রাণী রয়েছে। এর কতগুলো সম্পর্কে জানি আমরা? এদের মধ্যে কিছু কিছু সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন, কিছু প্রাণী হয়ে গিয়েছে বিলুপ্ত। মাঝে মাঝে এদের কোন প্রজাতি পৃথিবীর বুকে দেখা গেলে বিজ্ঞানীরা চমকে ওঠেন। তবে কি পৃথিবীর কোন অঞ্চলে এদের আবাস এখনো রয়ে গিয়েছে?
এমনই কিছু প্রাণীর নিয়ে দেয়া হল আজকের পঞ্চম পর্বঃ
১) দ্য পান্ডা অ্যান্টঃ
মিউটিলিডা গোত্রের এই পোকার প্রায় ৩০০০ প্রজাতি পাওয়া যায় চিলিতে। পান্ডার শরীরের সাথে ব্যাপক মিল থাকায় একে বলা হয় দ্য পান্ডা অ্যান্ট।

২) আম্বোনিয়া স্পিনোসাঃ
এই পতঙ্গ তাঁর লম্বা ঘাড়ের সাহায্যে খাবার সংগ্রহ করে থাকে।

৩) লো ল্যান্ড স্ট্রিকড টেনরেকঃ
এই প্রাণীটির দেখা মেলে মাদাগাস্কারে। সাপ এই প্রাণীর প্রধান প্রতিপক্ষ।

৪) হামিংবার্ড হক মথঃ
এই মথ ঠিক হামিংবার্ডের মতই ফুল থেকে মধু সংগ্রহ করে খায় বলে এর এই ধরণের নাম দেয়া হয়েছে।

সূত্রঃ boredpanda.com