পৃথিবীতে নানা ধরণের প্রাণী রয়েছে। এর কতগুলো সম্পর্কে জানি আমরা? এদের মধ্যে কিছু কিছু সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন, কিছু প্রাণী হয়ে গিয়েছে বিলুপ্ত। মাঝে মাঝে এদের কোন প্রজাতি পৃথিবীর বুকে দেখা গেলে বিজ্ঞানীরা চমকে ওঠেন। তবে কি পৃথিবীর কোন অঞ্চলে এদের আবাস এখনো রয়ে গিয়েছে?
এমনই কিছু প্রাণীর নিয়ে দেয়া হল আজকের চতুর্থ পর্বঃ
১) ব্লব ফিশঃ এই মাছটির মুখ ভালো করে লক্ষ্য করুন। মনে হচ্ছে না, কোন বৃদ্ধ রাগ করে মুখ ফুলিয়ে আছে?

২) গোবি জেরবোয়াঃ ইঁদুরের মত দেখতে এই প্রাণীটি পাওয়া যায় গোবি মরুভূমিতে।

৩) জাপানিজ স্পাইডার ক্র্যাবঃ বিশালাকৃতির এই মাকড়সাটি নামে স্পাইডার হলেও তাকে ধরতে বেশ বেগ পেতে হয়।

৪) রেড লিপড ব্যাটফিশঃ এর নাম “লাল-মুখো” কেন তা এর ঠোঁট দেখলেই বুঝতে পারবেন। গ্যালাপাগোস দ্বীপে এর দেখা মেলে।

৫) গবলিন শার্কঃ
মিটসুকুরিনিডা গোত্রের এই মাছটিকে “জীবন্ত জীবাশ্ম” বলেও অনেকে মনে করেন। কারণ, বর্তমানে এই মাছটি আর পাওয়া যায় না বললেই চলে। দেখতে ভয়ংকর এই মাছটি সাগরের প্রায় ৩৩০ ফিট নিচে বসবাস করে।

সূত্রঃ boredpanda.com