অনেক দিন থেকে চেস্টা করছি, কিন্তু কিছুই লিখতে পারছি না। ইমতিয়াজ ভাই বললেন, ‘রাইটারস ব্লক’ কি জানি ভাই, আমিতো বড় কোন লেখক না যে আমার ‘রাইটারস ব্লক’ এ ধরবে। যাই হোক, লিখার চেস্টা করছি কিছু। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসব পুরাতন দিনের কিছু পিডিএ। আমার সংগ্রহে তেমন কোন পিডিএ নেই। যে কয়েকটা আছে, সে গুলোকেই এখানে নিয়ে আসলাম।
পাম এম ১০০ (Palm m100):
প্রথম দিক কার পিডিএ –র কথা বলতে গেলে পাম এম১০০ এর কথা প্রথমেই আসবেই। ২০০০ সালের অগাস্ট মাসে প্রথম বের হওয়া এই পিডিএ টি, ১৬ মেগা হার্জ এর মটোরোলা ই যেড ড্রাগনবল প্রসেসর এ চলত। এর র্যাম ছিল মাত্র ২ মেগাবাইট। ৪.৬৬ ইঞ্চি লম্বা, ৩.১০ ইঞ্ছি প্রস্থ এবং ০.৭২ ইঞ্ছি পুরু এই এম ১০০ পিডিএ টি দুটি পেন্সিল ব্যাটারির মাধ্যমে এর পাওয়ার সংগ্রহ করত।
পাম পাইলট প্রো (Palm Pilot Professional) :
১৯৯৭ সালের ১লা মার্চ প্রথম বের হয় পাম পাইলট প্রো।এটা ছিল, পাম পাইলট ৫০০০ এর একটি আপগ্রেড ভার্সন।এই পিডিএ টি, ১৬.৫৮ মেগা হার্জ এর মটোরোলা ৬৮৩২৮ ড্রাগনবল প্রসেসর এ চলত। এর র্যাম ছিল মাত্র ১ মেগাবাইট।স্ক্রীন রেসুলেশন ১৬০X১৬০। ৪.৬ ইঞ্চি লম্বা, ৩.২ ইঞ্ছি প্রস্থ এবং ০.৭২ ইঞ্ছি পুরু এই পিডিএ টি দুটি AAA ব্যাটারির মাধ্যমে এর পাওয়ার সংগ্রহ করত, যা একে ৩০ ঘন্টা পর্যন্ত চালাতে সক্ষম ছিল। এর অপারেটিং সিস্টেম ছিল, পাম ওএস ২.০।
পাম এম ৫০০ (Palm m500):
৬ই মার্চ ২০০১ সালে প্রথম বাজারে আসে এই, পাম এম ৫০০। ৩৩ মেগাহার্জ এর মটোরোলা ড্রাগনবল যেডভি প্রসেসর এর এই পিডিএ তে ৮ মেগাবাইট এর র্যাম ছিল। এর স্ক্রীন রেসুলেশন ছিল, ১৬০X১৬০ পিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ৪.৪৯ ইঞ্চি লম্বা, ৩.০২ ইঞ্ছি প্রস্থ এবং ০.৪৬ ইঞ্ছি পুরু এই পিডিএ টি ইন্টারনাল লিথিয়াম পলিমার –রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলত। এর অপারেটিং সিস্টেম ছিল, পাম ওএস ৪.০।
কমপ্যাক আই প্যাক ৩৬৩০ (Compaq iPAQ 3630):
জুন ২০০০ সালে প্রথম বাজারে আসে কমপ্যাক আই প্যাক ৩৬৩০। উইন্ডোজ পকেট পিসি ২০০০ অপারেটিং সিস্টেম এ চলা এ পিডিএ টি। এতে ছিল, ৩২ মাগাবাইট র্যাম এবং ১৬ মেগাবাইট রম। এর ইন্টেল স্ট্রং আর্ম এস এ ১১১০ (৩২ বিট) প্রসেসর টি ২০৬ মেগাহার্জ স্পীড এ কাজ করত।এর ডিসপ্লে ছিল, কালার রিফ্লেক্টিভ টি এফ টি (Thin Film Transisot) এল সি ডি, যাতে ২৪০X৩২০ পিক্সেলে ছবি দেখা যেত। ৫.১১ ইঞ্চি লম্বা, ৩.২৮ ইঞ্ছি প্রস্থ এবং ০.৬২ ইঞ্ছি পুরু এই পিডিএ টি এর ভেতরে থাকা, ৯৫০mAh লিথিয়াম পলিমার ব্যাটারি প্রায় ১২ ঘন্টা কাজ করত।
বিঃদ্রঃ ১। আমি আমার এ পোস্টটি তে সে সমস্ত পিডিএ এর কথা বলার চেষ্টা করেছি, যে গুলো আমার সংগ্রহে আছে ।
২। ছবি গুলো সমস্ত নেয়া হয়েছে http://computer-museum.110mb.com থেকে details নেয়া হয়েছে বিভিন্ন ওয়েব সাইট থেকে।