চীনের প্রযুক্তি সংস্থা জিওমি নতুন এক জোড়া স্মার্ট জুতা বাজারে আনতে যাচ্ছে

হাঁটার জন্য আমরা ব্যবহার করি জুতা। আর সেই জুতা যদি হয় স্মার্ট জুতা হয় তাহলে তো কথাই নাই। চীনের একটি প্রযুক্তি সংস্থা স্মার্ট জুতা আবিষ্কার  করেছে।এই জুতায় থাকছে ইনটেলের তৈরি প্রসেসর।এটি পরে হাঁটলে দূরত্ব, স্পিড নিয়ে নানা তথ্য পাওয়া যাবে।এর আগে ২০১৫ সালে প্রথম স্মার্ট জুতা বাজারে এনেছিল জিওমি।এই জুতা পরিধানকারীর পদক্ষেপ হিসাব করে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারত।

তবে এবারের নতুন জুতায় বোতাম আকৃতির কুরি মডিউল প্রসেসর ব্যবহার করায় এটি আরও উন্নত হয়েছে।‘৯০ মিনিটস আলট্রা স্মার্ট স্পোর্টসওয়্যার’ নামের এ জুতা ব্যবহার করে মোট কতটুকু হাঁটা বা দৌড়ানো হয়েছে, এ তথ্য জানার পাশাপাশি কত গতিতে দৌড়ানো হয়েছে বা কতটুকু ক্যালরি পুড়েছে, সে তথ্য জানা যাবে।

এ জুতায় আছে এয়ার কুশন, পিছলে পরা আটকানোর ফিচার, ব্যাকটেরিয়া প্রতিরোধী বিশেষ ধরনের সোল।বেশ কয়েকটি রঙে এপ্রিল মাস থেকে চীনের বাজারে বিক্রি শুরু হবে এ জুতা।এটির দাম পড়বে ৩০০ ইউয়ান।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here