সিটিসেল বা প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি টাকা দুই মাসে দুই কিস্তিতে পরিশোধ করতে বলেছে আপিল বিভাগ। আর এই সময়ের মধ্যে সিটিসেল যদি এই টাকা পরিশোধ করে তবে কোম্পানিটি তার কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের পরে বিটিআরসির পক্ষের আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব সাংবাদিকদের জানান,টাকা পরিশোধ করলে সিটিসেল কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
তবে টাকা পরিশোধের জন্য শর্ত দিয়ে বলা হয়েছে,প্রথম এক মাসের মধ্যে দুই-তৃতীয়াংশ এবং পরবর্তী এক মাসের মধ্যে এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করতে হবে।
বিটিআরসির দেওয়া নোটিশের জবাব দেওয়া পর্যন্ত সিটিসেলের কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে হাইকোর্ট যে আদেশ দেন, তার বিরুদ্ধে বিটিআরসির করা আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেন আপিল বিভাগ।
আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই রাকিব,সিটিসেলেরে পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে রেজা-ই রাকিব বলেন,হাইকোর্টের আদেশ সংশোধন করে কয়েকটি নির্দেশনা দিয়ে আপিল বিভাগ বিটিআরসির আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন।
তিনি বলেন, ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত সিটিসেলের কাছে ৪৭৭ কোটি টাকা ছাড়াও প্রতিদিন ১৮ লাখ টাকা করে পাওনা বিটিআরসির।
আদালত এই টাকা অবিলম্বে পরিশোধ করতে বলেছেন। অন্যথায় বিটিআরসি যেকোনো আইনি পদক্ষেপে নিতে পারবে। এতে টাকা পরিশোধ সাপেক্ষে সিটিসেল কার্যক্রম চালাতে পারবে।