আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাই সুস্বাস্থ্য আমাদের সকলেরই অত্যন্ত কাম্য একটি বিষয়। আমরা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে অনেক কিছুই করে থাকি এবং আমরা সবসময়ই জানতে চাই আমাদের স্বাস্থ্যের অবস্থা কেমন। আন্তর্জাতিকভাবে স্বাস্থ্যের অবস্থা পরিমাপক একটি একক রয়েছে যার নাম BMI বা Body Mass Index. এটি একজনের উচ্চতা এবং ওজন এর উপর ভিত্তি করে নির্ণিত একটি পরিমাপ।

BMI পরিমাপের চার্ট
যেভাবে কাজ করেঃ
SI ইউনিটের উপর ভিত্তি করে হিসাব করলে BMI পরিমাপের উপায় হল কিলোগ্রাম এককে ওজন পরিমাপ করে তা মিটার এককে উচ্চতার পরিমাপের বর্গের দ্বারা ভাগ করতে হবে।
BMI এর পরিমাণ এই চার্টটির সাথে তুলনা করে দেখতে পারেন আপনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা।
প্রোগ্রাম ডিজাইনঃ
১। Notepad সফটওয়্যার খুলুন।
২। নিম্নের কোডটি copy করুন এবং Notepad এ paste করুন।
<hta:application caption=no borderstyle=thin>
<html>
<head>
<title>BMI Meter</title>
<style>body, table {font-size:9pt;font-family:trebuchet ms;font-weight:bold}
input {width: 50; cursor: hand }</style>
</head>
<body scroll=no onselectstart=’return false;’ oncontextmenu=’return false’ ondragstart=’return false’>
<a onclick=window.close() style=font-size:7pt;cursor:hand>Close</a><br><br>
BMI Meter:<br><br>
<table>
<tr><td>Weight (In Kilograms):</td><td><input id=a type=text></td></tr>
<tr><td>Height (In Inches):</td><td><input id=c type=text></td></tr>
</table><br>
<input type=button onclick=c_bmi() style=width:120; value=”Measure my BMI”><br><br>
<span id=bmi style=font-size:12pt;color:#a00></span>
<script>
moveTo(200,200);resizeTo(400,250);
function c_bmi(){x=c.value*.0254;bmi.innerText=”Your BMI is “+(a.value/(x*x))}
</script>
</body>
</html>
</hta:application>
৩। bmi.hta নামে save করুন।
৪। প্রোগ্রামটি রান করুন।
এই প্রোগ্রামের মধ্যে আপনাকে শুধু আপনার ওজন(কিলোগ্রাম এ) এবং আপনার উচ্চতা(ইঞ্চি তে) ইনপুট করতে হবে এবং Measure My BMI বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার BMI প্রদর্শিত হবে যা উপরিউক্ত চার্টের সাথে মিলিয়ে আপনার স্বাস্থ্যের অবস্থা জানতে পারবেন।
রেফারেন্সঃ Wikipedia
salam, thnx 4 d info………try kore janabo kaj kore kina ( banglay lekhar try korsi bt kaj korchhe na)
ধন্যবাদ।
ভালো হলেই ভালো।
আর হ্যা চালায় যান।
হে হে! দোয়া রাইখেন।
আমার ১৯ এর কিছু বেশী 😀
বাহ! সুস্বাস্থ্যের অধিকারী আপনি 😀
ইস! আমি এইসবের কিছুই বুঝি না।
ভাই আপনি আরো অনেক বড় বড় বিষয়ে জানেন… আমার আপনার উপর ঈর্ষা হয়। 🙂
২.৫ রেটিং আমার পাওয়া সবচেয়ে কম রেট। আমি এই বিষয়তা মাথায় রাখব এবং পরের পোস্টগুলোর মান ভাল করার চেষ্টা করব।
BMI কাজ কের না।
কোনটা ভাই? প্রোগ্রাম টা? কি সমস্যা জানান। ডিবাগ করে দিব অবশ্যই।
ভাই এই ফাইলটার সোর্স কোডটা দেখেনঃ http://zinzeera.110mb.com/example3.htm
ভালো জিনিস শেয়ার করেছেন ভাই। আমার উচ্চতা ৫ফুট৭ থেকে ৩ সেন্টি মিটার কম। তাহলে আমি কি লিখবো?
তাহলে ৬৭ ই লিখুন, কয়েক পয়েন্ট কম-বেশি হলে কিছু যায় আসে না।
Brother after running the software an error message is coming.
Internet explorer error; Problem!!!!!!!!!!!!!!!!
এই ফাইলটার সোর্সকোড ব্যবহার করতে পারেনঃ http://zinzeera.110mb.com/example3.htm
vhi ami copy kora paste kora bmi.hta mame aa save kora si but ami bujta si naa j ami ki vaba programme ta run korbo. plzz give me answer
ভাইয়া, run দেবার পর তো error দেখাচ্ছে। আপনার দেয়া লিংকটি open ও হচ্ছে না। বিকল্প কিছু করতে পারি কি না, জানাবেন কি?