বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস করার সাইট এর অভাব নেই কিন্তু তারা এসএমএস ফ্রি দিলেও তাদের সাইট থেকে এসএমএস করতে ইচ্ছা করেনা। কারন ওরা এসএমএস এর সাথে ওদের সাইট এর এডভারটাইজ এর লিঙ্ক যুক্ত করে দিয়ে থাকে যার ফলে এস. এম .এস এর প্রাপক সহজেই বুঝতে পারে যে এস. এম. এস টি ইন্টারনেট থেকে ফ্রি পাঠানো হয়েছে । আর এসব সাইটে বার বার ঢুকে এস এম এস করতেও ভাল লাগেনা আবার বেশিরভাগ সাইট থেকে মুবাইল দিয়ে এস এম এস করা যায়না। আর এসব সাইট থেকে এস এম এস করলে প্রাপক সহজে বুঝতেও পারেনা যে আপনি তাকে এস এম এস করেছেন কারন আপনার নম্বর তার কাছে দেখাবেনা ।
কিন্ত এখন থেকে আর ফ্রি এস এম এস করতে ফ্রি এসএমএস সাইটে ঘুরতে হবে না, কম্পিউটার থেকেও এস এম এস করতে হবেনা। মুবাইল দিয়েই করবেন তাও আবার কোন সাইটে প্রবেশ না করেই একটা ইন্সটেন্ট এস এম এস মেসেঞ্জার দিয়ে প্রতিদিন ১০ টি করে একটি ID দিয়ে এবং এখন থেকে আপনার প্রিয় নম্বরটিই সেন্ডার নম্বর হিসেবে প্রাপক এর কাছে যাবে । সফটওয়ারটির নাম বিনু এস এম এস সেন্ডার । এটি ডাওনলোড এবং ইন্সটল করার প্রক্রিয়া অনেক সহজ তাই ওসব নিয়ে আর কিছু বলতে চাচ্ছিনা ।
তাহলে মনে হয় এখন আপনার মনে প্রশ্ন হল ১০ টি করে প্রতিদিন হলে আনলিমিটেড কিভাবে ? হা আনলিমিটেড ই । আপনি আপনার মুবাইল নম্বর দিয়ে একবার একাওন্ট করে করে ১০ টি এস এম এস পাটাতে পারবেন তাই নিশ্চই আপনার সিম একটি নয় যদি আপনি বাংলাদেশের নাগরীক হন । তাইনা ? আর যদি সিম একটিই থাকে তাহলেও কোন সমস্যা নেই আপনি মেসেঞ্জার এর menu তে গিয়ে Account এ যান । তারপর আবার মেনুতে গেলেই পেয়ে জাবেন account delete . আপনার ১০ টি এস এম এস সেশ হয়ে গেলে একাওন্ট ডিলিট করে দিন এবং আবার একাওন্ট বানান । আর একাওন্ট বানাতে হলে অন্যান্য একাওন্ট এর মত এত ঝামেলা করে বানাতে হবেনা । শুধু মাত্র আপনার ইউজারনেম ও মোবাইল নম্বর দিলেই হবে যেটি দিয়ে আপনি লগিন করবেন । এভাবেই আনলিমিটেড এস এম এস পাটান একদম ফ্রি
ভাল লাগল…
ধন্যবাদ Nahian ভাই । ব্যবহার করতে পারলে ভাল লাগার কথা ই
খুব ভালো খবর। আমি এখনই ট্রাই করছি। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকেও কমেন্ট করার জন্য।
http://bit.ly/kIHUlX
ami jokhon ee Username likhi to bole je Username Available! ai tar karon ki..onek nam dicci..paltaicci kinto ak ee kotha bole je…Username Available!..
ai ta mane ki..
good amader amon ekti site thaka valo……….
অনেক অনেক অনেক অনেক অনেক অনেক থ্যাংকস (সামান্য একটা “ধন্য” সেটা “বাদ” দিতে চাইনা তাই থ্যংকস)
বড়ই খুশি খুশি লাগিতেছে
ধন্যবাদ ভাই . ভাল লাগছে যে একজন হলেও এই সফটওয়ারটার মর্ম বুঝতে সক্ষম হয়েছে । 😀
খুব ভালো খবর। আমি ট্রাই করেছি কিন্তু কাজ হয় না। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভাই নিজে আগে ট্রায়াল দিয়ে তারপর অনেকদিন ব্যবহার করে আপনাদের শাথে শেয়ার করলাম । আমার সব বন্ধুরাও ব্যবহার করছে । তাদের এখনো কোন সমস্যা হইনি । আবার একটু চেস্টা করুন পারবেন । ধন্যবাদ
ভাই শেযার করার জন্য ধন্যবাদ কিন্ত কাজ হয় না
ভাই কাজ হয় বলেই শেয়ার করলাম তা না হলে এটা কস্ট করে লিখে শেয়ার করার নিশ্চই কোন মানে হয়না । আপনি আবার একটু চেস্টা করুন । ইন্সটলের সময় নির্দেশনা মেনে ভাল করে খেয়াল করে মোবাইল ভেরিফাইড করুন তাহলেই হবে ইনশাল্লাহ । ধন্যবাদ কমেন্ট করার জন্য
মামুন ও গিনুক ভাই ওটা দিয়ে মোবাইল নাম্বার চেক দেন, তাতে একটা পিন নাম্বার পাবেন, পিন দিয়ে এক্টিভ করুন । আশাকরি কাজ করবে
আমি তো কাজ করতে পেরেছি
আবু সাইদ ভাই আপনাকে অশংখ্য ধন্যবাদ 🙂
a lot of thanks brother for sharing this.its realy working.
হা ভাই কাজ করে এবং খুব সহজ ব্যবহার বিধি তাই ই আপনাদের সাথে শেয়ার করলাম । আপনাকেও ধন্যবাদ এঞ্জয় ! 😀
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ ভাই
ধন্যবাদ । অামি এটা ব্যাবহার করতে পারছি। অামি খুব খুশি।
হা হা হা আপনাকে খুশি করতে পেরে আমিও অনেক খুশি 😀
ভাই আপনি লিখেছেন আনলিমিটেড কই আমার কাজ হয় না ।১০ টি এসএমএস শেষ করার পর এ্যাকাউন্ট ডিলিট করার পর নতুন করে এ্যাকাউন্ট করি তার পরও কাজ করেনা এসএমএস ফ্রি আসে না । কিভাবে এ্যাকাউন্ট ডিলিট করার পর নতুন করে এ্যাকাউন্ট করব ?
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার সমস্যাটার সমাধান দিলেন না !
একি! একাউন্ট ডিলিট করে আবার সাইন আপ দিলাম
এস এম এস তো পাচ্ছি না
আমার তো মনে হচ্ছে ২৪ ঘন্টায় ১০ টা এস এম এস ই পাওয়া যায়
sms charge basi kate………………
সাইদ ভাইয়ের সমস্যা আর আমার সমস্যা একই । আমারও একি মনে হয়
Mobile sms charge .57—-1.00 Binu sms charge .42
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুক্ষিত এটা এখন আর কাজ করছেনা আগের মত । এখন প্রতিদিন শুধু মাত্র ১০ টি এস এম এস এ পাঠাতে পারেবেন একটি নম্বর থেকে । আনলিমিটেড করতে হলে অনেকগুলো নম্বর থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। ধন্যবাদ
খুব ভাল লাগল. আপিন খুব ভাল কাজ করেছন। ধন্যবাদ।
tkquiz েথেক account deactive করব িকভােব?
সির বাংলা ইংিলশ েলখার জন.নতুন িলখিছ েতা
দক্ষীত সাদ্দাম ভাই একাওন্ট ডিএক্টিভ করার সম্মন্ধে বলতে পারছিনা । আমার কাছে ভাল মনে হল কুইজ এর সাইট টা এবং ওখান থেকে অনেক আগে থেকে ই কুইজ খেলছি ও ফ্লেক্সি ও পাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম । ধন্যবাদ
শুধু টাকাই কাটে কোন কাজ হয়ই না …request failed লিখে।
ভাই আপনে কোন দেশে থেকে চেস্টা করছেন ? টাকা তো কাটার প্রশ্নই আসেনা। যাইহোক মনে হয় আপনি ইন্সটল প্রক্রিয়ায় কোন ঝামেলা করে ফেলেছেন । আপনি কি আপনার নম্বর ভেরিফাইড করেছেন মোবাইলে ভেরিফীকেশন মেসেজ পাঠিয়ে ?
কুইজে অংশগ্রহণ করব কি ভাবে ? তাছাড়া ভেরিভেকেশন কিভাবে করে । আমি মোবাইলে P7 চালাই
জটিল হইছে বস। কিন্তু আমি যে একটা সমস্যার মধ্য আছি। অনেক বার পরিক্ষা করে দেখলাম SMS পাঠালে SMS টা গেলেও বার্তা দেখায় massage sending failed. তাহলে কিভাবে নিশ্চিত হবো যে SMS টা গিয়েছে?
কাজ হয় না 🙁
Tkquiz’র Referral-এ দেখলাম আপনার Photo দিয়েছে।
Post’টির জন্য ধন্যবাদ
Binu sms a akhon 4 ta sms padano jai daily ? Tahole ki vabe apnar bollen je unlimited sms padano jai ?
Check the link out to send free SMS 4m mobile phone.
http://goo.gl/jbvGu
7day only 10 ta binu sms padano jay
daily 10 ta padano jassena
kikorlye dailay 10ta padano jabe?
Amar jobab ta pelam na
http://www.planetgroupbd.com/sms/
working
Online a quiz jitai ki kokhno taka peyechen?
ভাই আমি আমার সইট থেকে sms পাঠাতে চাই এই বিষয়ে যদি জানেন তবে বলবেন ।
অর্থাত আমার html কোড দরকার sms পাঠানোর জন্য ।