সামাজিক যোগাযোগের সাইটগুলোর মধ্যে বিশেষ করে ফেসবুক আর গুগল প্লাস এর মধ্যে চলছে তীব্র প্রতিদন্দিতা। বিশেষ করে যখন থেকে গুগল প্লাস রিলিজ পেল, ফেসবুকের যেন ঘুম হারাম করে ছাড়ছে প্রটিনিয়তই। কেনই বা করবে না, সার্চ জায়েন্ট বলে কথা। প্রমাণ যে তাদের করতেই হবে আমরাই (গুগল) বেস্ট!!! 😀 আসি মূল কথায়…
কয়েক মাস ধরে ঝুলছে ফেসবুক টাইমলাইন প্রোফাইল স্টাইল। এটি অনেকে ভাল ভাবে মেনে নিয়ে ব্যবহার করছে আবার অনেকেই নিয়ে এক্টিভ করে আবার আগের মত স্টাইলে ফিরে গেছেন। স্বভাবতই ইচ্ছার বশে! সেই ধারাবাহিকতায় এবার টাইমলাইন স্টাইল চালু করল ফেসবুক ফ্যাব পাজ গুলোতে! তবে প্রোফাইলের মতো এখানেও এখন পরীক্ষামূলক !
এই বিষয় নিয়ে ফেসবুকের জনপ্রিয় রম্ম বাংলা পেজের এডমিন বিল্লাহ মামুন কে প্রশ্ন করা হলে তিনি বলেন…
“টাইমলাইন চালু করার ব্যাপারে ফেইসবুক কতৃপক্ষ এক প্রকার জোর করেই তাদের সিদ্বান্ত চাপিয়ে দিচ্ছে ইউজারদের উপরে। আপনার ইচ্ছা না করলে নির্দিষ্ট সময়ের পরে টাইমলাইন অটোমেটিক ভাবে সক্রিয় হয়ে যাবে। এই ধরনের সিদ্ধান্ত না চাপিয়ে দিয়ে বরং ইউজারদের হাতে ব্যাপারটা ছেড়ে দিলে খুব ভালো হতো।”
এপ্রসঙ্গে রংপুর পেজের এডমিন মাজেদুল ইসলাম বলেন,
“আমিও পেজে এই চাপিয়ে দেয়ার বিরোধী। আমি টাইমলাইন পছন্দ করি না কারণ এর দ্বারা তথ্য খুঁজে পেতে সমস্যা হয়।”
তবে যে যাই বলুক, আমাদের এতো কথার পরেও ফেসবুক কর্তৃপক্ষ কিছুদিনের(৩০ মার্চ) মধ্যেই টাইমলাইন স্টাইল স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত চালু করে দিবে। আপনি ইচ্ছা করলে স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত প্রকাশ পাবার আগেই এর সাধ নেয়া শুরু করে দিতে পারেন! 😉 কিভাবে করবেন চলুন দেখি…
১. আপনি কোনো পেজের এডমিন এমন পেজে ভিজিট করেন। যেমনঃ আমি আমার পাব্লিক পেজে গেলাম। আপনি আপনার যেকোনো পেজে যেতে পারেন। আমারটা নিচের মতো… পড়ে দেখুন কি কি লিখা আছে। তারপর নিচের দেখানো মত Preview বাটনে ক্লিক করুণ।
২. Preview বাটনে ক্লিক করার পরে নিচের মত পেজ আসবে…
এটা হলো ফেসবুক পেজের নতুন চেহারা। নতুন এই চেহারায় তেমন কিছুই করি নাই তাই উপরের মতো দেখাচ্ছে। 😉
৩. এবার About পেজ লিঙ্কে ক্লিক করুণ। নিচের মতো চেহারার পেজ পাবেন…
৪. এবার উপরের ২য় ছবির ডান দিকের Admin Panel লিঙ্ক ক্লিক করুণ। তাহলে নিচের মতো পেজ পাবেন…
এখানে থেকে আপনি আগের মতো জানতে পারবেন কে, কবে আপনার পেজ লাইক করলো, কত জন ভিজিট করলো, কোন পোস্ট কতবার ভিজিট করলো সব কিছুই।
৫. তবে কেউ যদি পাবলিশ করে না থাকেন তবে আগের মতো চেহারায় ফিরতে হলে আপনার পেজের হোম থেকে (দ্বিতীয় চিত্রের দেখুন) নিচে দেখানো ছবির লিঙ্কটিতে লিক করে আপাতত আগের অবস্থায় ফিরে জেতে পারবেন। তবে, ৩০ মার্চ এর পর কিছু করার নাই! 😀
এখন দেখার বিষয় কতজন ইউজার (ফ্যান পেজ এডমিন) এই স্বাগত জানায়।
সেই প্রত্যাশায়, আজকের পোস্ট মত এখানেই শেষ করছি!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! 🙂
ভাল হয়েছে।ধন্যবাদ।
ভাই নতুন page e কেভাব like box khuje pabo. amar site e add korar jonno. ami bangla likhte parina. ektu help korben. R avi ami amar blog ta banate try korchi. please amake apnar and apnader motamot diye help korben. Thanks…
এইখানে https://developers.facebook.com/docs/reference/plugins/like-box/ আপনার পেজ ইউআরএল দিয়ে Get Code এ ক্লিক করুন! তাহলেই পাবেন! 🙂
পড়ে খুব মজা পাইলাম।The apostille.
নতুন রূপে ফেসবুক ফ্যান পেজগুলো! : বিজ্ঞান ☼ প্রযুক্তি
vbzcndjwr http://www.gh12u3uaksouqwu7s22068829z58ur59s.org/
[url=http://www.gh12u3uaksouqwu7s22068829z58ur59s.org/]uvbzcndjwr[/url]
avbzcndjwr
নতুন রূপে ফেসবুক ফ্যান পেজগুলো! : বিজ্ঞান ☼ প্রযুক্তি