গ্যাজেটপ্রেমীদের কাছে সর্বদাই একটি আকর্ষণ থাকে যে নতুন কি কি গ্যাজেট বাজারে আসছে। অনেক সময় পকেটের সাথে ইচ্ছের সঙ্গতি হয় না, তবে নতুন গ্যাজেটের খোঁজ খবর রাখতে তো দোষ নেই। তাই আজ আপনাদের দেয়া হল নতুন যে দুটি ফোন বাজারে আসতে যাচ্ছে, তার সম্পর্কে সংক্ষেপে কিছু কথাঃ
এলজি জি৬ঃ

ছবি সূত্রঃ ইন্টারনেট
ধারণা করা হচ্ছে যে, এলজি ফ্র্যাঞ্চাইজির এই ফোনটি হয়ত স্যামসাং এর সাথে কঠিন একটি দ্বন্দ্বে লিপ্ত হতে যাচ্ছে। দ্বন্দ্বের কারণ হচ্ছে, কে বেশি বাজার ধরে রাখতে পারে। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিশালাকার একটি স্ক্রীনের সাথে একটি ছোট শরীর নিয়ে এলজি জি৬ ইতোমধ্যেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। এর কারণ হচ্ছে, ৫.৭ ইঞ্চির এই পর্দাটি ফোনের প্রায় বেশিরভাগ দৈর্ঘ্য জুড়েই রয়েছে।
এটির একটি পানি নিরোধক ফোন এবং এর মাঝে রয়েছে দুটি শক্তিশালী ক্যামেরা যার মাধ্যমে আপনি ২x অপটিক্যাল জুমে ছবি তুলতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই ফোনটি বাজারে বেশ প্রভাব বিস্তার করতে সমর্থ হবে। আসছে এপ্রিলে এটি বাজারে আসবে। তবে সেটটির দাম কত হবে সেটি এখনো নির্ধারিত হয় নি।
সনি এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়ামঃ

ছবি সূত্রঃ ইন্টারনেট
স্টাইলিশ লুক, বিশ্বের প্রথম স্ক্রীন টেকনোলজি ও একটি শক্তিশালী ক্যামেরা- এই তিনটি ফিচার নিয়ে বাজারে আসছে সনি এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়াম। তবে এটি একটু বিলম্বেই বাজারে আসছে। সময়টি নির্ধারণ করা হয়েছে আগামী জুন মাসে।
এর মাঝে যা যা বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে পর্যায়ক্রমিকভাবে দেয়া হলঃ
১) এটির মাঝে রয়েছে ৪কে কম্প্যাটিবল স্ক্রীন যার মাধ্যমে আপনি আপনার ছোটপর্দাতেই এবার মানসম্পন্ন ছবি তৈরি করতে পারবেন।
২) এর ইমেজ সেন্সরে মেমোরি যোগ করা হয়েছে।
৩) এর সাহায্যে সুপার স্লো মোশন ভিডিও তৈরি করা যাবে।
৪) শাটার বাটনে ক্লিক করার আগেই ফোকাসিং করে কোন বস্তুর তিনটি ছবি তোলা যাবে।
৫) এই ফোনটি দেখতে স্লিম ও আকর্ষণীয়।
সূত্রঃ নিউজ ডট কম ডট এই উ